অসম বিনিময়

কিছু তারার গল্প শুনিয়েছিল নাবিক,
নববিবাহিতা নারীর নাকফুলের মতন
চিকচিকে তারাগুলোর প্রতিদিন নতুন করে
আকাশটাকে সাজানোর গল্প।

একটি আলোর গল্প শুনিয়েছিল নাবিক,
বহুদিন অপেক্ষার পর
বৃত্তের দিকে তাকিয়ে গোগ্রাসে গিলে ফেলা সফেদ আলোয়
মনের ক্ষুধা মেটানোর গল্প

মেঘের গল্প, পাখির গল্প, জলের গল্প।

এবার নাবিক এলে আমি একটি গল্প শোনাবো,
হেলান দেয়া গাছটিকে প্রিয়তমা ভাবার গল্প।

3 thoughts on “অসম বিনিময়

  1. অসাধারণ এবং সুন্দর একটি কবিতা।
    দেরি হলো বটে; মন কিন্তু এখানেই পড়ে ছিলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. আমি আপনার থেকে প্রতিনিয়ত শিখি, কথা বলার যে গুণ আপনার আছে তা অন্য কারো মাঝে এখনো দেখিনি গুরুজী।

মন্তব্য প্রধান বন্ধ আছে।