111 ডিগ্রী জ্বরে কাঁপছিল যখন সারা বিশ্ব।
পূর্ব প্রস্তুতি তৈরী ছিল করবে কারে নিঃস্ব।
বাঘেরা রাজাদের তাড়া করলে পরে,
নাখোশ হয়ে নাশকতার শিকার হয়ে পড়ে।
উইলো যুদ্ধে অজিরা বিশ্ব সেরা যে।
কথায় কাজে প্রমান করলো,মওকা মরে লাজে।
বৃত্ত ছেড়ে বিত্তের দিকে আইকনরা সাজে।
ক্রিকেট বাণিজ্য জয় জয়কার বিপননের কাজে।
চিত্তের চেয়ে বিত্ত যেথায় ছুটছে মহানন্দে।
সেথায় পদদলিত হয় সুবিচার, সৌন্দর্য ,ছন্দে।
2 thoughts on “বিশ্ব কাপ ২০১৫”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
চিত্তের চেয়ে বিত্ত যেথায় ছুটছে মহানন্দে।
সেথায় পদদলিত হয় সুবিচার, সৌন্দর্য, ছন্দে।
___ সুন্দর করে লিখেছেন আপা। গুড।
সালাম
অনেক আগের