তুমি নেই তাই [আবৃত্তি সংযুক্ত]

তুমি নেই তাই যাতনা ছুঁয়েছে বুক
কলিজার ঠিক নিচে একটি বুনো ভাল্লুক দাপিয়ে বেড়ায়
নিশাচর কিনা জানি না; রোজ রাতে লণ্ডভণ্ড করে দেয় এক বিস্তীর্ণ জঙ্গল
তুমি নেই তাই ভাল্লুকের নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছে হৃদয়
এই শেষ রাতে তুমি নেই তাই হু হু করে মরুর বুকে বইছে বাতাস
দূর থেকে আশাহত এক চাঁদ বালুর বুকে ছড়াচ্ছে মলিন আলো;
মায়াবী ইশারায় যেন ডাকছে, সামনেই প্রকাণ্ড প্রগাঢ় চোরাবালি।

তুমি নেই তাই অসুখ ছুঁয়েছে শরীর
সাইবেরিয়া থেকে শীতের আগেই অসুখ যেন এসেছে উড়ে
অতীতের এক অতিথি পাখি আটকে রয়েছে; ডানা তার পড়েছে কাটা
এই শেষ রাতে তুমি নেই তাই,
অসাড় রক্তনালী জানান দিচ্ছে তোমার নির্মম নির্লিপ্ত অস্তিত্ব।

তুমি নেই, তুমি নেই, তুমি নেই
তুমি নেই, চিরন্তন এই সত্যটুকু বুঝে নিতে, মানিয়ে নিতে
হাহাকার বুকে চেপে রেখে বের করে দিতে হবে বিশুদ্ধ বাতাস;
নিষ্প্রাণ গুমোট বাতাসে ভরে ফেলতে হবে ফুসফুস
তুমি নেই তাই এই শেষ রাতে যাতনা ছুঁয়েছে বুক।

আবৃত্তি

youtu.be/8Sox9qu0qaM

অনুগ্রহ করে ভাল অডিও পেতে হেডফোন ব্যবহার করুণ।
বাজে সাউন্ড কোয়ালিটির জন্য দুঃখিত

4 thoughts on “তুমি নেই তাই [আবৃত্তি সংযুক্ত]

    1. কবি রবি ভাই, 

      অনেক অনেক ধন্যবাদ। আপনার কাব্যিক মন্তব্যে ভাললাগা  রইলো। 

  1. 'তুমি নেই তাই ভাল্লুকের নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়েছে হৃদয়।'

     

    ___ অসাধারণ আয়োজন মি. অনিক। পোস্ট এডিটিং প্যানেলে যেয়ে দেখতে পাবেন ইউটিউবের লিঙ্ক ঠিক কতটুকু পেস্ট করতে হয়। পাশাপাশি শুধুমাত্র অডিও যুক্ত করতে চাইলে সরাসরি নতুন পোস্ট লিখার ঘরে মিডিয়া আপলোডার এর মাধ্যমেই পারবেন। ___ অভিনন্দন এবং ভালোবাসা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1.  মুরুব্বি, 

      আপনাকে ধন্যবাদ। কবিতা ও আবৃত্তি শুনেছেন বুঝতে পেরে ভাললাগছে। 

       

       

মন্তব্য প্রধান বন্ধ আছে।