কিছু করিনি, সুন্দরী, কিচ্ছু করিনি

কিছু করিনি, সুন্দরী, কিচ্ছু করিনি
(সুন্দরী সিরিজের কবিতা)
…………

কাননে ফুল ফুটেছে, গন্ধ শুকিনি
শিরির ভেজা দুর্বাঘাসে নাঙ্গা পায়ে একটুও হাটিনি
চাঁদনী রাতে জ্যোৎস্নার বুকে সাঁতার কাটিনি
সাগর বুকে উদাম গায়ে লোনাজলের গন্ধ মাখিনি
কিছু করিনি, সুন্দরী, কিচ্ছু করিনি
তুমি চলে যাবার পর, আমি কিচ্ছু করিনি।

হৃদয়োত্থিত ধ্বনিগুলোর বর্ণচিত্রের শব্দ গড়িনি
শব্দগুলি মন-মাধুরীতে পত্র লিখিনি
ছন্দচালনে মাতাল তালের তবলা বাজেনি
কতদিন তোমায় দেখিনি, আমি কাব্যে মাতিনি
কিছু করিনি, সুন্দরী, কিচ্ছু করিনি
তুমি চলে যাবার পর, আমি কিচ্ছু করিনি।

শিশুর মুখের অম্লান ঘ্রানে মাতাল থাকিনি
নৌকোর ছইয়ে পিঠ লাগিয়ে নদীবক্ষে উড়াল পারিনি
তোমার হাতটি ছুঁতে কারো কোনো বাধা মানিনি
সেই তোমাকে নিজের করে রাখতে পারিনি
কিছু করিনি, সুন্দরী, কিচ্ছু করিনি
বছর পর বছর কাটল, আমি কিচ্ছু করিনি।

11 thoughts on “কিছু করিনি, সুন্দরী, কিচ্ছু করিনি

  1. শব্দনীড় থাকায় আপনার অসাধারণ এই লিখনের দেখা নিয়মিত পাই।
    অভিনন্দন প্রিয় বন্ধু কবি। সুন্দরী ধারাবাহিকের জয় হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. আপনার এই মন্তব্য পেয়ে খালিদ ওমর ভাইয়ের কথাই মনে হচ্ছে…..

      শব্দনীড় তুমি ভাল থাক, দিনে দিনে তোমার বৈভব সারা বিশ্বে ছড়িয়ে পরুক এই কামনা করছি আর সেই সাথে আমরা সবাই এই শব্দনীড়ের ছায়াতলে বন্ধুত্বের হাত প্রসারিত করি এই প্রত্যাশা নিয়ে আজ এখানেই শেষ করছি।

  2. সুন্দরীদের খুশি করার জন্য এত বারে বারে এমন করে বলার কি এমন দরকার? কিছু করেন নাই তো চুপ কইরা বইসা থাকেন!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_unsure.gif

  3. শিশুর মুখের অম্লান ঘ্রানে মাতাল থাকিনি
    নৌকোর ছইয়ে পিঠ লাগিয়ে নদীবক্ষে উড়াল পারিনি
    তোমার হাতটি ছুঁতে কারো কোনো বাধা মানিনি- অসাধারণ করেছেন স্যার আপনি। পরের লাইনগুলি পড়ার সময়ে ও ইচ্ছে করেই অনুভব করলাম না। শ্রেফ পড়লাম।

    মুগ্ধতা নিয়ে সাথেই আপনার https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_dance.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. এই সিরিজের সাথে আছেন এটা বেশ বুঝতে পারছি। ধন্য আমি ধন্য আমার লেখনি। যদি একজন পাঠকেরও ভাল লাগে তবেই আমি ধন্য।

      শুভ কামনা সব সময়।

  4. সত্যি বলছি
    আমি কিচ্ছু বলিনি কিচ্ছু করিনি। হা হা হা।
    অনেক ভালো লাগল

মন্তব্য প্রধান বন্ধ আছে।