এসেছে ফাগুন মন রাঙ্গাতে

5646144146_88f734f38e

মন আমার দোদুল দোলে কৃষ্ণচূড়ার ডালে ডালে
দোলে ওই চঞ্চল বসন্তে।।
ভ্রমরের গুঞ্জনে কোকিলের গানে গানে
ভুলায়ে আপন ভোলা দখিনা দেয় যে দোলা
মৌ বনেরই প্রান্তে।।
রিনি ঝিনি কাঁকন বাজে গোধূলির রঙ্গিন সাঁঝে
কে আমায় মাতাল হৃদয় যে হারাল নূপুরেরই ছন্দে।।

celebrations of Pahela Falgun in Bangladesh (3)

গানের অডিও লিংকঃ-You Tube
www.youtube.com/watch?v=1zEkUxvkwXs&feature=youtu.be"

8 thoughts on “এসেছে ফাগুন মন রাঙ্গাতে

  1. খুব ভালো লাগলো।
    বসন্তের শুভেচ্ছা নিবেন প্রিয় খালিদ উমর দাদা।

    1. শুভেচ্ছা প্রিয় সাহারাজ! বসন্ত রঙ্গে রঙ্গীন হোক সারাটি জীবন।

  2. ভ্রমরের গুঞ্জনে কোকিলের গানে গানে
    ভুলায়ে আপন ভোলা দখিনা দেয় যে দোলা
    মৌ বনেরই প্রান্তে।

    ___ আজি বসন্ত জাগ্রত দ্বারে …। শুভেচ্ছা রাখলাম বন্ধু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. কি আর কব বন্ধু বসন্তের এই মাতাল সমীরণে মন চায় শুধু হারিয়ে যেতে যেখানে নেই কোন মানা!

  3. মন আমার দোদুল দোলে কৃষ্ণচূড়ার ডালে ডালে
    দোলে ওই চঞ্চল বসন্তে।।

    শুভেচ্ছা রইল।

  4. আপনার মনে চির বসন্ত বিরাজ করুক প্রিয় খালিদ ভাই। ভালো থাকুন সবসময়।

    ছবিগুলি অসাধারণ! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cool.gif

    1. আপনি এবং সবার মনেই জেগে উঠবে বসন্তের এই রঙ্গীন সুবাস, এমনি কামনা করি।
      শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।