স্বাধীনতা

আমাকে আকড়ে রাখো
হারিয়ে ফেলো না-
কি এসে যায়, কে কি বললো
কি এসে যাবে, কে কি জানলো
তোমার প্রথম নাম মুক্তি
তোমার দ্বিতীয় নাম যুদ্ধ
তোমার নামে বইয়ে বেড়াই ভাব, ছন্দ
মানুষের ভিতরের লাল গোলাপ
প্রতিটি জীবে, পদার্থে
আমার মন তোমায় সাথে নিয়ে চলে
চেতনা তোমার ডানায় ভর করে উড়ে

স্বাধীনতা, স্বাধীনতা
স্বাধীনতা, স্বাধীনতা

আমাকে আকড়ে রাখো
হারিয়ে ফেলো না-
চিতার ক্ষুধা পায়
হরিণের পিছন পিছন ছুটে
তোমার প্রথম নাম প্রেম
তোমার দ্বিতীয় নাম দেশ
তোমার নামে ধরেছি মাথা বাজি, উদ্দেশ
যখন শিশু প্রথম নিঃশ্বাস নেয়
যখন রাত্রি ভোরের আলোতে হারায়
যখন তিমি সাগরের বিশলতায় ভাসে
যখন সব ছাড়িয়ে মানুষ বড় হয়ে উঠে

স্বাধীনতা, স্বাধীনতা
স্বাধীনতা, স্বাধীনতা

আমরা তাপ থেকে এসেছি
ক্ষুদ্র ক্ষুদ্র কনা ইলেকট্রন
আধার হৃদয়ে ব্যাথা জাগে, আলোর স্ফুটন
বাতাসের মাঝের অনু
সাগরের জলকণা
ঐ সূর্য, আর হা, মানুষ
সব একই উপাদানে তৈরি, একই নির্দেশ

স্বাধীনতা, স্বাধীনতা
স্বাধীনতা, স্বাধীনতা

8 thoughts on “স্বাধীনতা

  1. আমাদের এক জীবনের এই ফসল স্বাধীনতা শব্দটি আমাদের মতো থাক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. যখন তিমি সাগরের বিশলতায় ভাসে
      যখন সব ছাড়িয়ে মানুষ বড় হয়ে উঠে

      স্বাধীনতা, স্বাধীনতা
      স্বাধীনতা, স্বাধীনতা

মন্তব্য প্রধান বন্ধ আছে।