সব্বাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

১৯৭১ থেকে ২০২১ এর ২৬ শে মার্চ-

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর আজ সূবর্ণ জয়ন্তী। বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। বিশ্বের বুকে মাথা উঁচু করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। তাইতো স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে। স্বাধীনতা এক অমূল্য উপহার যা আমাদের দিয়েছে বীর স্বাধীনতা সংগ্রামীরা। সশস্ত্র মুক্তি সংগ্রাম ও ৩০ লক্ষ শহীদের মহান আত্মত্যাগ এবং অযুত মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের দেশ পেয়েছে একটি স্বাধীন লাল সবুজ পতাকা। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের সেই সকল বীর সেনানীদের। তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

স্বাধীনতা দিবসে আমরা কত আয়োজন করি। কিন্তু কজন জানি স্বাধীনতার মর্মকথা! নীচে স্বাধীনতা সম্পর্কিত কয়েকটি উক্তি উল্ল্যেখ করলাম যে গুলো আমাদের স্বাধীনতা কি তা উপলব্ধি করতে লেখায়।

“এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলার কৃষক মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে।”
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

“এখন যদি কেউ বাংলাদেশের স্বাধীনতা হরণ করতে চায়, তাহলে সে স্বাধীনতা রক্ষা করার জন্য মুজিব সর্বপ্রথম তার প্রাণ দেবে।”
-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

”স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার।“
– মিল্টন

“স্বাধীনতার জন্য লড়াই করে মৃত্যু বরণ করা পরাধীনতায় সারাজীবন কাটানোর থেকে অনেক ভালো।’
– বব মার্লে

“আমি একটি স্বাধীন দেশের নাগরিক এর চাইতে বড় গৌরব আর কিসে হতে পারে ?”
– জে. আর লাওয়েল।

“নিজের ইচ্ছামত বাঁচা ছাড়া স্বাধীনতার অর্থ আর কিই বা হতে পারে।”
– অ্যাপিকটিটাস।

“স্বাধীনতা ছাড়া একটি জীবন মানে আত্মা ছাড়া শরীর।”
– কাহলিল জিবরান।

“স্বাধীনতা একটি সুযোগর নাম যার মাধ্যমে আমরা যা কখনই হতে পারার কল্পনা করতে পারি না তা হতে পারি।”
– ড্যানিয়েল যে ব্রুস্টিন।

‘আমি তোমার কথার সাথে বিন্দুমাত্র একমত না হতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষার জন্য আমি জীবন দেবো৷‘
– ফরাসি দার্শনিক ভলতেয়ার।

“যখন সত্যকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না, স্বাধীনতা পূর্ণ হয় না।” – ভ্যাকলাভ হাভেল।

“স্বাধীনতার পক্ষে সবচেয়ে বড় হুমকি সমালোচনার অনুপস্থিতি।” – ওলে সোইঙ্কা।

“সত্যিকারের স্বাধীনতার জন্য আইন ও ন্যায়বিচারের শাসন এবং একটি বিচার ব্যবস্থা প্রযোজ্য, যেখানে অন্যের অধিকার অস্বীকার করে কারও কারও অধিকার সুরক্ষিত হয় না।” – জোনাথন স্যাকস।

“চিন্তার স্বাধীনতা ব্যতীত জ্ঞানের মতো কিছুই হতে পারে না – এবং বাকস্বাধীনতা ছাড়া জনস্বার্থের মতো কিছুই হতে পারে না।” – বেঞ্জামিন ফ্রাঙ্কলি।

“যখন তাদের শাসনকর্তাদের লেনদেন তাদের কাছ থেকে গোপন রাখা যায় তখন কোনও মানুষের স্বাধীনতা কখনই ছিল না এবং কখনও নিরাপদ থাকবে না।” – প্যাট্রিক হেনরি।

“বেশিরভাগ মানুষ সত্যই স্বাধীনতা চায় না, কারণ স্বাধীনতার মধ্যে দায়বদ্ধতা জড়িত এবং বেশিরভাগ লোকেরা দায়বদ্ধতায় ভীত।”
– সিগমন্ড ফ্রয়েড।

“স্বাধীনতা মানুষের মনের একটি খোলা জানলা, যেদিক দিয়ে মানুষের আত্মা ও মানবমর্যাদার আলো প্রবেশ।”
– হার্বার্ট হুভার।

উপরের উক্তি গুলো আমরা সকলেই জানি বটে কিন্তু প্রায় কেউই মন থেকে বিশ্বাস করি না৷ স্বাধীনতা মানেই আমরা বুঝি স্বেচ্ছাচারিতা। ভিন্নমত মানেই আমাদের কাছে অপরাধ৷ আমরা শুধু সহমত সহ্য করি, ভিন্নমত নয়৷ ভিন্নমতের জন্য জীবন দেয়া তো দূরের কথা, সুযোগ থাকলে ভিন্নমতের জীবন নিতে চাই আমরা৷

সকলের প্রতি আহবান জানাই আসুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, মান-সম্মান যেন আরও বৃদ্ধি পায়, সব সময় যেন অক্ষুণ্ণ থাকে আমাদের পতাকার সম্মান, সকল ভেদাভেদ ভৃলে আজকের এই মহান দিনে সবাই মিলে নতুন সোনার বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার গ্রহণ করি……
যে দেশে ঘৃণার কোন স্থান থাকবে না, ভালবাসাই হবে মানুষের একমাত্র ধর্ম….।

সব্বাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

2 thoughts on “সব্বাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

  1. স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের সেই সকল বীর সেনানীদের।

     

    তাঁদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

  2. অক্ষুণ্ণ থাক আমাদের পতাকার সম্মান। ভেদাভেদ ভুলে আজকের এই মহান দিনে আসুন সবাই মিলে নতুন সোনার বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করি। প্রাণঢালা শুভেচ্ছা বস্। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।