প্রেম দাও

প্রেম দাও
……..

গতকাল রাতে কিছুতেই ঘুমাতে পারিনি,
কিছুক্ষণ পরপর নয়নের জলে বালিশ ভিজেছে।

হে প্রভু তুমিতো জানো,
সন্তানকে আমরা কতটা ভালোবাসি!
সন্তানের জন্মের যে রসায়ন তুমি আমাদের
শরীরে দিয়েছো
আমরা তার খবরও রাখি না
শুধু প্রেমোন্মাদনায় কাঁপি-
কেউ যদি কখনও এই সন্তানেরে অবহেলা করে,
তুমিতো জানো নিজেকে আঘাতের চেয়ে
বহুগুন ব্যাথা বাজে হৃদয়ে।

হে প্রভু,
মানুষতো তোমারই সৃষ্টি,
তোমারই অনুগ্রহে অস্তিত্বে আছি
শুনেছি মানুষ তোমার সৃষ্টিশীলতার সেরা নৈপুণ্যে গড়া।
আমাকে কেউ ঘৃণাভরে তুচ্ছতাচ্ছিল্য করলে
তুমিও কি কষ্ট পাও না, হে মহান স্রষ্টা!
আমি তা জানি না, করতে পারি না অনুভব!

কিন্তু গতকাল রাতে, প্রভু তুমিতো জানো
একফোঁটা ঘুমাতে পারিনি
যে সৃষ্টিশীলতা তুমি আমার মননে দিয়েছো
আমি শব্দের নন্দিত খাচায়
সুন্দরের প্রতিমূর্তি করে সাজাই কেবল
তাকেই ছুড়ে দিল মতবাদের ক্রোধাগ্নি শিখায়
চরম মূর্খতায় দাঁড় করাল তোমার বিপরীত উচ্চারণে-

প্রভু, ঘৃণা নয় প্রেম দাও
তোমার ক্রোধের উপর
তোমার রহম যে হয়ে আছে বিজয়ী হয়ে।

6 thoughts on “প্রেম দাও

  1. প্রভু, ঘৃণা নয় প্রেম দাও
    তোমার ক্রোধের উপর
    তোমার রহম যে হয়ে আছে বিজয়ী হয়ে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।