মানুষ লীলা

মন পুটুলি মানুষে দিয়ে আমি ঘুমাই নিশ্চিত হয়ে
স্বপ্ন দেখি দুনিয়া জয়ের গাছতলাতে শুয়ে
মানুষ হয়ে মানুষ লয়ে করছি যে মানুষ লীলা
গড়তে গিয়ে সেই মানুষে খুলতে আছি তালা।
দাঁড়িয়ে আছে মন প্রহরী, মন দরিদ্রের ধন
মন টাকা কড়ি, না জানি কে করছে হরণ
প্রেমে মিশায়ে প্রেম গাইছে মানুষের গান
সাম্য এসে চাইছে দিতে ভালোবাসা দান।

যে যারে মনে ভাবে সে তার স্বভাব পায়
প্রেমিকের এমনি ধারা দেখলে চিনা যায়।
হইলে প্রেম লোলুপ, শরীর ধরে সে রূপ
অঙ্গে অঙ্গে মিলে মিশে, ভুবন মাতায় খেলায়।

মন পুটুলি মানুষে দিয়া একা মরি ভয়ে
তন্ত্র আাসে মন্ত্র আসে নানা পথ হয়ে।

6 thoughts on “মানুষ লীলা

  1. অত্যন্ত প্রাঞ্জল ও শ্রুতিমধুর
    শব্দের শৈল্পিক প্রয়াস। 
    কবিতা মায়ামোহে মোহিত হলাম প্রিয়।

  2. বিশ্বের মধ্যে যা কিছু পঠনযোগ্য বিশেষ করে সাহিত্যের ধারায় … তার মধ্যে এই সনেট বিশেষের লিখা গুলোন আমার কাছে সব চেয়ে কঠিন থেকে কঠিনতর একটি বিষয় মনে হয়। ভয় হয়, পড়তে গিয়ে কোথাও না জানি ভুল করে বসি !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Confused.gif.gif

    উপরন্তু সেই সনেট বিশেষ এর মন্তব্যে অতি সতর্কতা না নিলে শেষে চরম বিপর্যয়। তারপরও কি আর করা … পড়ি আর যতটুকু বুঝবার মাথায় নেবার চেষ্টা করি … বাকিটা আল্লাহ্ ভরসা। আমীন। :) শুভেচ্ছা কবি বন্ধু মি. ফকির আবদুল মালেক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. একটু সাহিত্য নিয়ে আলাপ করি। আমরা সাধারণত যা করি না । 

      সনেট একটা নির্দিষ্ট ফরমেটে লেখা কবিতা। সাধারনত ১৪ মাত্রায় অন্তমিল রেখে লেখা হয়। সনেটগুলি সে কারণে গুরুগম্ভীর হয়, এর আর একটি কারণ আগের সনেটগুলি অক্ষরবৃত্তে লেখা। 

      আমি অতি সাধারণ মানের একজন কবিতা লেখক। এই পর্যন্ত সব মিলিয়ে ৬০/৬৫ টা কবিতা লিখেছি। কবিতা হয় কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। মাঝে মাঝে জাতীয় পত্রিকায় পাঠাই। ৬০/৬৫ কবিতার মধ্যে সর্বমোট হয়ত ১৫ টা কবিতা ছাপা হয়েছে। তবে শব্দনীড় সহ অন্য ব্লগে পোস্ট করেছি। ব্লগেতো আর সম্পাদক থাকে না, যা খুশি প্রকাশ করা যায়। 

      এ পর্যন্ত ৪ টি সনেট লিখার চেষ্টা করেছি। সবগুলি ১৪ মাত্রায়। এ লিখাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। মাত্রই কিছুদিন আগে মাত্রা প্রয়োগ করতে চেষ্টা করছি। 

      স্বরবৃত্তে লেখা ছন্দগুলি দ্রুত লয়ে পড়া হয়। যেমন ছড়াগুলি স্বরবৃত্তে লেখা হয়। এ লেখাটি স্বরবৃত্তে ১৪ মাত্রায় লিখেছি। অনভিজ্ঞতার করণে অনেক জায়গাই হুচট খেতে হয়। লিখি,  নিজেই পড়ি, শব্দনীড়ে পোষ্ট করি। কাউকে পাই না একটু শেয়ার করি। সবাই উচ্চমার্গের কবিতা চর্চা করছে। আমি একটু সহজ সরল ভাষায় চেষ্টা করছি।  

      এই যে প্রতিটি লেখা পড়েন, মন্তব্য করেন- কি বলে কৃতজ্ঞতা জানাবো। এই ব্লগের প্রত্যেকটি লেখক আপনার প্রতি ঋণী হয়ে থাকছি। 

  3. সনেট লেখা অনেক কঠিন কাজ। কবিতায় উঠে এসেছে চিরন্তন দর্শন। শুভেচ্ছা জানবেন কবি।

    1. অনেক ধন্যবাদ এখানে এসে মন্তব্য করার জন্য।  শুভকামনা রইল।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।