চরিত্রের বৈপরীত্য দেখেছ?
ব্যবহারের?
সম্পর্কের?
সংসারের?
মানুষের?
বৈপরীত্যগুলো খুব প্রকট
বিশেষ করে একান্নবর্তী পরিবারে
বাবা-মা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে
কার কার চরিত্রের বৈপরীত্যের কথা বলব?
চরিত্রের বৈপরীত্য কখন থেকে শুরু হয় জানো?
যখন স্বার্থ নখদন্ত বিকশিত করে ফেলে
যখন সম্পত্তির ভাগাভাগি সম্পর্ক ভাগ করে
যখন বাবা-মায়ের ভাগাভাগি সন্তানদের মাঝে;
শাশুড়ি বৌ এর কীর্তন শুনেছ!
সে তো ঘরে ঘরে,
আমি সর্বংসহা শাশুড়ি দেখেছি এক ঘরে
সর্বংসহা বৌ দেখেছি ঠিক পাশের ঘরে,
আমি অত্যাচারী ভাবী দেখেছি এই ঘরে
ননদদের অত্যাচার দেখেছি ঐ ঘরে,
শাশুড়ি-বৌ আর ননদ-ভাবীর রামায়ণ ঘরে ঘরে
রামায়ণই মহাভারত হয়ে যায় দেবর ভাসুর যোগ হলে
ওরা তো যার যার সংসারে নীরব হয়েই রয়!
ভাইটা নরম হয়েছে তো ভাই বৌ এর সাথে যত ঘেউ ঘেউ কয়,
বৈপরীত্য সম্পর্কে সম্পর্কে
বৈপরীত্য একান্নবর্তী পরিবারগুলোর ঘরে ঘরে;
বাবা-স্বামী আর ছেলেরা বেশীরভাগ ক্ষেত্রে দর্শক মাত্র
অথবা বার্গারের অসহায় চীজ
কিংবা স্যান্ডউইচ এর মেয়নিজ,
বাবা! উনিও তো ছিলেন একসময় স্বামী!
শাশুড়ি বৌ এর কীর্তন! মনে মনে হেসে বলেন খুব ভালো জানি
কীর্তন শুরু হলেই জায়নামাজ বিছিয়ে রয়
আর নয় তো কোথাও থেকে ঘুরে আসে যতক্ষণ ঝড় বয়
জানে থেমে যাবে যথা সময়,
স্বামী! ও তো মা বোনের কাছে স্ত্রৈণ খেতাব পাওয়া প্রাণী
বৌ এর কাছে? মা বোনই তো তোমার সব, খুব জানি!
ছেলে সন্তানগুলো! কুরুক্ষেত্র দেখতে দেখতে অভ্যস্ত
আর নয়তো চরম হতাশাগ্রস্ত হতে হতে নেশাগ্রস্ত,
মেয়েগুলোই মায়ের পক্ষ নেয়
খুব বেশি কুলোতে পারে না দাদী ফুপুদের তোড়ে
তবু প্রায়শই ওদের সাথে গলা চড়া করে চেঁচায় সমস্বরে,
বৈপরীত্য সম্পর্কে সম্পর্কে
বৈপরীত্য একান্নবর্তী পরিবারগুলোর ঘরে ঘরে।
.
২০ এপ্রিল, ২০২১
অনন্য উপস্থাপন
ভালো লাগলো
কবিতায় মুগ্ধতা জানালাম প্রিয় কবি যাযাবর জীবন। ঠিকই বলেছেন …
বৈপরীত্য সম্পর্কে সম্পর্কে
বৈপরীত্য একান্নবর্তী পরিবারগুলোর ঘরে ঘরে।