ট্যাগ আর্কাইভঃ ফকিরের সনেট

আহা প্রেম-২ ( কতটুকু ভালোবাসি তোমায়)

..
কতটুকু ভালোবাসি তোমায়? থাম, এসো খুঁজে দেখি
ভালোবাসি তোমায় দৈর্ঘ্যে, গহীনে, উচ্চতায়।
থাকো যদি দৃষ্টি সীমা বাইরে তবু হৃদয়ে দাও উঁকি
তুমি সৌন্দর্যানুভূতিতে অস্তিত্বের শেষ সীমায়।
ভালোবাসি তোমায় নিত্যদিনের প্রত্যেকটি স্তরে স্তরে
যেমনি করে সূর্য আলো, জল-বায়ু ঘিরে থাকে জীবন
ভালোবাসি মুক্তভাবে, অধিকারের জন্যে যেমনি লড়ে
আমি ভালোবাসি শুদ্ধতায়, করে বর্জন মহিমাকীর্তন।

আমি ভালোবাসি তোমায় সমস্ত গহীন আবেগ দিয়ে
আমার সকল চিত্তক্ষোভ আর শৈশব নির্মল বিশ্বাসে
আমি ভালোবাসি তোমায়, সেই ভালোবাসা যেন হারিয়ে
খোঁজা চড়ুইভাতি সাথীর মত, ভালোবাসি প্রতি নিশ্বাসে
প্রতি কান্না হাসি এই জীবনে, এবং খোদা যদি চায়
মৃত্যুর পরে জেগে, কেবল তোমাকে যাব ভালোবেসে।

আহা প্রেম-১ ( নেই কোন আশা)

নেই কোন আশা? এসো কাছে বসে চলে যাই দূরে-
শুধু কিছুক্ষণ পাশাপাশি! গ্রহণ যদি না-ই করো
কি করতে পারি ! আমার হৃদয়ের সব প্রান্ত ঘিরে
জমেছিল মেঘ, বৃষ্টি ঝরে ঝরে, মুক্ত হবে আরো?
এই হাতে রাখো হাত শেষবার। ছুঁয়ে পুরান ব্যাথা
থেমে যাই যদি কোন অচিন কালে হয়ে মুখোমুখি
খুঁজে নেব সেই, যাহা ছিল না এই কপালে লেখা
আবার পড়বে মনে প্রেমালোক, হবে দেখাদেখি?

এখন এই প্রেম উচ্ছ্বাসের শেষ নিঃশ্বাসের কালে
যখন নাড়ি তার থমকে চুপচাপ হয়ে যায় স্থির
যখন বিশ্বাস মৃত্যুর কোলেতে পড়ে যায় ঢলে
আর সরলতা মৃত্যু বিছানায় থমকে যায় ধীর।

এখন যদি তুমি চাও, সকল খেলা হয়ে যাবে শেষ?
মৃত্যু থেকে জেগে উঠে, খুঁজব সব আবেগের রেষ।

মানুষ লীলা

মন পুটুলি মানুষে দিয়ে আমি ঘুমাই নিশ্চিত হয়ে
স্বপ্ন দেখি দুনিয়া জয়ের গাছতলাতে শুয়ে
মানুষ হয়ে মানুষ লয়ে করছি যে মানুষ লীলা
গড়তে গিয়ে সেই মানুষে খুলতে আছি তালা।
দাঁড়িয়ে আছে মন প্রহরী, মন দরিদ্রের ধন
মন টাকা কড়ি, না জানি কে করছে হরণ
প্রেমে মিশায়ে প্রেম গাইছে মানুষের গান
সাম্য এসে চাইছে দিতে ভালোবাসা দান।

যে যারে মনে ভাবে সে তার স্বভাব পায়
প্রেমিকের এমনি ধারা দেখলে চিনা যায়।
হইলে প্রেম লোলুপ, শরীর ধরে সে রূপ
অঙ্গে অঙ্গে মিলে মিশে, ভুবন মাতায় খেলায়।

মন পুটুলি মানুষে দিয়া একা মরি ভয়ে
তন্ত্র আাসে মন্ত্র আসে নানা পথ হয়ে।