স্বাধীনতার সহজ পাঠ

Dug4uB

ও প্রিয়,
কি ঘটেছিল এই জমিনে, পেয়েছো তোমরা শুনতে
করেছিল বারণ আইনে, মা’কে দেয়নি ‘মা’ ডাকতে
হয়নি রঙের কোন মিল, ওদের সাথে তাঁদের দিলে
তাই মায়ের নোলক খুঁজে খুঁজে বিলীন হলো লালে।

স্বপ্নে ভাসানী’র হাতে রাখি হাত, চেয়েছেন জানতে
দেশটার বয়স কত হলো, পেরেছে কি দাঁড়াতে?
সবচেয়ে দুখীনি করা হলো তাকে, বঙ্গবন্ধু’র কালে
সবুজ পোষাক পড়াতে চেয়ে বিলীন হলেন লালে।

তাই সবুজ পোষাক পড়তে
তাই সবুজ পোষাক পড়তে
নর আর নারী লাখে লাখে
সবুজ পোষাক পড়তে চেয়ে বিলীন হলো লালে।

পিতার হাতকে করা হলো প্রতিরোধে রঞ্জিত
সন্তানেরা ভুলবো না, দেশটা বহু রক্তে অর্জিত
এখানে আপন ধর্ম পালন করো নিরাপদে নির্বিঘ্নে
এখানে অনেক ঝরেছে লাল, সবুজ পোষাকের জন্যে।

শহীদেরা গভীর ভালোবেসে ঘুমায় এ দেশের বুকে
আমরা লড়ছি আমরন ছড়াতে সন্মান চারিদিকে
মায়ের চোখের নোনাজল মিষ্টি হয়ে উঠবে আহ্লাদে
সবুজ ধ্বনি উঠছে বেজে মিশিয়ে লালের সংগীতে।

তাই সবুজ পোষাক পড়তে
তাই সবুজ পোষাক পড়তে
নর আর নারী লাখে লাখে
সবুজ পোষাক পড়তে চেয়ে বিলীন হলো লালে।

কিন্তু অবশেষে আমরা ভাঙ্গি বাংলাদেশের হৃদয়?
পিতার রক্তের অপমান যদি আমাদের অবক্ষয়!
ভাবি উদার সাগর পারের সবুজ ডাকা দেশটাতে
ধনী গরীব এক কাতারে পঞ্চাশ বছর পূর্তিতে।

সুশাসনের হাতে আমাদের দেশ এগিয়ে চলে যদি
মুক্তিযোদ্ধার সন্মান বাড়বে দুনিয়া জুড়ে নিরবধি
আবার কেউ আঘাতে ভাঙতে চায় যদি স্বাধীনতা
আবার সবুজ পোষাকে লাল মাখাবে বীর জনতা।

তাই সবুজ পোষাক পড়তে
তাই সবুজ পোষাক পড়তে
নর আর নারী লাখে লাখে
সবুজ পোষাক পড়তে চেয়ে বিলীন হলো লালে।

তাই সবুজ পোষাক পড়তে
তাই সবুজ পোষাক পড়তে
নর আর নারী লাখে লাখে
সবুজ পোষাক পড়তে চেয়ে বিলীন হলো লালে।

5 thoughts on “স্বাধীনতার সহজ পাঠ

  1. এক কথায় অসাধারণ এবং অনবদ্য একটি লিখা নিঃসন্দেহে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    এমন লিখায় সমালোচনার কিছুই নেই … কেননা কবি ভাবনাই এখানে সর্বোচ্চ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ আপনাকে।  শুভকামনা।  

      1. আপনার জন্যও শুভ কামনা স্যার। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।