আমার অভিলাষ হয়

আমার অভিলাষ হয় কোনো পড়ন্ত বিকেলে,
প্রেমিকার হস্তে হস্ত রেখে ঘুরতে।
আমার অভিলাষ হয় পুষ্পকাননগুলোতে,
সুগন্ধি যুক্ত পুষ্পের শাখে পুষ্প মঞ্জরি হয় ধরতে।
আমার অভিলাষ হয় আন্ধার রাতে গগনের তারকারাজি,
আর জোনাকির আলোর মেলার সাথে খেলতে।
আমার অভিলাষ হয় শরতকালে নীল আকাশের
শুভ্র মেঘের ভেলা সাথে ভাসতে।
আমার অভিলাষ হয় বৃষ্টির দিনে ময়ূরের যেমন পেখম তুলে নাচছে
সেভাবে নাচতে।

আমার অভিলাষ হয় পাহাড় পাদদেশ হতে
ঝর্ণা হয়ে ঝরতে।
আমার অভিলাষ হয় বিহগের মতো গগন পথে উড়ে
গগনের ঐ নীল ধরতে।
আমার অভিলাষ হয় ভ্রমর হয়ে ঐ পুষ্প কাননের,
সদ্য প্রস্ফুটিত কোমল পুষ্পের মধু খেতে।

আমার অভিলাষ হয় বসুমতীর সকল অশান্তির,
মূল কারণ জানতে।
আমার অভিলাষ হয় জৈষ্ঠ্য কেন মধুমাস
সেই ইতিহাস জানতে।
আমার অভিলাষ হয় ক্ষুদ্র নৃগোষ্ঠি আদিবাসীদের
ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়া পেতে।

.
রচনাকালঃ
১৪/০৫/২০২১

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

2 thoughts on “আমার অভিলাষ হয়

  1. যে বয়স আপনি লীড করছেন সেই বয়স আমি পাঠকও পেরিয়ে এসেছি। জীবনে চাইবার অনেক থাকে, কিছু পাওয়া; পাওয়া হলেও বেশীর ভাগকেই সময় বেচারা জানি না কেনো বারবার ফিরিয়ে দেয়। :) ভালো থাকুন কবি এমন প্রত্যাশায় শুভ কামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শুভকামনা রইল প্রিয় কবি।।। 

      সদা সুস্থ থাকুন। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।