হবো এবার বিসুভিয়াসের অগ্নি উদগিরিনী বান
পুড়ে যাবে যত জ্বালা যন্ত্রণা; হবো অনির্বান—
কুইনান গিলে নেবো, অমৃত সুধা মেলেনি যখন;
নিরন্তর মরুর বুকে হেটে চলি উদ্ভ্রান্ত পথিক যেমন।
সীমাহীন অনন্ত পথে হতে পারিনি অসীম
আটকে গেছি তোমার মায়া জালে, পরিসর অতি সসীম
আমার আমি হতে পারিনি আমার মত করে,
আমি যে আবদ্ধ আজ তোমার সংকীর্ণ বাহুডোরে।
খুলে দাও বাহুডোর, মেলিব ডানা; মুক্ত আকাশে
পাড়ি দেবো অসীম পাথারে, নিজেকে ভালোবেসে-
নীল তিমি যেমন পাড়ি দেয় এক সাগর থেকে অন্য সাগরে
ধেয়ে চলে অনন্ত পথে স্বাধীন চিত্তের পরিচয়ে।
আমার আমি আজ হবো প্রলয়ঙ্করী ঝড়ের মত
লণ্ডভণ্ড হয়ে যাবে যাক ভিত দূর্বল যত !
সমুদ্রের তলদেশের কম্পনে,মিশে যাক পাথর দেয়াল
বিলীন হয়ে যাক অনিয়মে গড়ে ওঠা শত বেড়া জাল।
মহাযাত্রার যাত্রী হবো না আমি আজ; যাত্রার মাঝ পথে
আমি যে নেমেছি অনন্ত পথে, দেখে যেতে চাই কি আছে পথের শেষে!
স্বাগতম প্রিয় কবি মুহাম্মদ দিলওয়ার হুসাইন।
আহা কতদিন পর পরিচিত শব্দনীড় এ আপনার লিখা পড়ার সুযোগ হলো। সুন্দর।
*সুপ্রিয় প্রেরণাদাতা মুরুব্বী, অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর…
আপনাকেও ধন্যবাদ।
সীমাহীন অনন্ত পথে হতে পারিনি অসীম
আটকে গেছি তোমার মায়া জালে, পরিসর অতি সসীম
আমার আমি হতে পারিনি আমার মত করে,
আমি যে আবদ্ধ আজ তোমার সংকীর্ণ বাহুডোরে- ভাবালো আমায়।
অনেকদিন পরে একই প্ল্যাটফর্মে আপনার সাথে।
অনেক ভালো থাকুন।
* প্রিয় কবি মামুন ভাই, অনেক অনেক ধন্যবাদ…
নতুন বিদ্রোহী রুপ কবিতায়
শুভ কামনা দাদা————–
* প্রিয় কবি, অনেক অনেক ধন্যবাদ…
যন্ত্রনাকে পোড়াতে চাইলে আগুন দিয়ে নয় জল দিয়ে পোড়াতে চাই। স্বপ্নকে পুরণ করতে হলে স্বপ্ন দিয়ে নয় বাস্তবের সমোরহে এগিয়ে যাক জীবন। এই প্রত্যয়।
* ধন্যবাদ…
মহাযাত্রার যাত্রী হবো না আমি আজ; যাত্রার মাঝ পথে
আমি যে নেমেছি অনন্ত পথে, দেখে যেতে চাই কি আছে পথের শেষে! — অসাধারণ বন্ধু!! ভালো আছেন নিশ্চয়?
* জি, কবি বন্ধু…