আজ এ কথাই থাক। আবার দেখা হবে, এই প্রত্নমন্দির ঘিরে
আমরা দেবো ফুল। ভাসাবো নদীর নিবাসে আমাদের রত্নরেণু
যারা দেখেও দেখবে না, অথবা জেনেও জানবে না এই গোপন নৃত্যগাঁথা…….
সীমাবদ্ধ শূন্যতা ভেঙে তাদের জন্যই রেখে যাবো সবটুকু আলোর বারতা।
5 thoughts on “সীমাবদ্ধ শূন্যতা ভেঙে”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুভ সকাল। ভালো থাকবেন ।
শুভেচ্ছা জানবেন প্রিয় কবি।
ভালো লাগলো
শুভেচ্ছা জানবেন কবি।
প্রিয় শুভেচ্ছা প্রিয় ইলিয়াস ভাই। ধন্যবাদ।