গর্জে ওঠা ভোরের সহযাত্রী ছিলে বলে
তোমাকে ডেকেছিলাম- বজ্রসহচরী,
বিজলী হয়ে দেখিয়েছিলে চমক-
তাই নাম দিয়েছিলাম ঝড়বাতি,
পাপড়িবিহীন জলফোঁটাকে হাতের তালুতে
সংরক্ষণ করে
গড়তে চেয়েছিলাম বাষ্পশহর।
যে শহরে কান্নাও ছড়াবে উষ্ণতা
যে গৃহে রাত্রিকে ভেদ করে উড়বে চন্দ্রলোবান।
কিছু ধূসর ধোঁয়া আমাদের প্রেমপদ্য শোনাবে বলে
হতে চেয়েছিল গৃহ-অতিথি,
কয়েকটি পাখি বিনীত শরতসন্ধ্যা ছেড়ে
আমাদের চোখের দিকে তাকিয়ে
দেখিয়েছিল মেঘপালিত প্রণয়।
কবিতার জন্য ধন্যবাদ প্রিয় ইলিয়াস ভাই। শুভেচ্ছা জানবেন।
কিছু ধূসর ধোঁয়া আমাদের প্রেমপদ্য শোনাবে বলে
হতে চেয়েছিল গৃহ-অতিথি,
কয়েকটি পাখি বিনীত শরতসন্ধ্যা ছেড়ে
আমাদের চোখের দিকে তাকিয়ে
দেখিয়েছিল মেঘপালিত প্রণয়।