অপেক্ষা

অশ্রুসিক্ত দুই নয়নে
বসে স্রোতস্বিনীর ধারে,
আনমনা কবি হয়ে খুঁজি প্রিয় জনে,
আসবে তবে বলেছিলে
ফোনের এসএমএসে,
সে তো এলে না, কেন?

তোমার অপেক্ষায় বসে বসে
তোমার স্কেচ মাটিতে একেঁ,
তরুলতার পাতার রং বেরংয়ের
কালার করে,
করছি তোমায় মনে।
পর দিবসে চেয়ে দেখি,
এসেছে জোয়ার ভাটার টানে।
স্রোতস্বিনীর মোহনায় পরিস্কার হয়
আছে যত ময়লা আবর্জনা,
তুমি আমার জীবনের অনন্য অর্জন,
এসো না ওগো প্রিয় সোনা।

অপেক্ষায়, অপেক্ষায় দিন ফুরাল
এবার যাবার পালা,
তুমি আমারে গেছে ভুলে
মনের দিয়েছে তালা

রচনাকালঃ
১১/১১/২০১৯

জাহাঙ্গীর আলম অপূর্ব সম্পর্কে

জাহাঙ্গীর আলম অপূর্ব সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নলছিয়া নামক গ্রামে ১০ ই জুন ২০০১ সালে জন্ম গ্রহণ করেন। তার লেখা গুলো বাস্তব ধর্মীয়। লেখা তার নেশা। সবচেয়ে বেশি ভালো লাগে কবিতা লিখতে। * চরম মুর্খ সেই যে শিক্ষা অর্জন করে নিজের মাতৃভাষা শুদ্ধ ভাবে বলতে পারে না । * আমার কাছে আনুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি থেকে অনানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠ।

4 thoughts on “অপেক্ষা

মন্তব্য প্রধান বন্ধ আছে।