অনূদিত সপ্তম অন্তরা
কথা নেই। শুধু চাহনির ভেতর জেগে রয় চন্দ্রনির্দেশিকা।
যে মন ভালোবাসার সপ্তম অন্তরা জানে, তার দিকে তাকিয়ে
পাখিরা হাঁক দেয়, পুষ্পেরা ডাকে- মানুষ মানুষ বলে,
পথেরা পরতে শিখে প্রেমের চতুর্থ পরিধান।
আমার নিজস্ব কোনো প্রেমপোশাক নেই। যা আছে,
তা চান্দের কাছ থেকে ধার করা জামা, তাই দরিদ্র দেখে
কেউ দেয়নি কথা, দুপুরের বৃক্ষতলে দেখা দেবে বলে
দেয়নি ডাক।
আমি আহ্বানহীন আকাশের দিকে তাকিয়ে অনুবাদ করেছি
আমার ভাগ্যজল, নদীকে ফিরতে বলেছি অন্য কোনও বাঁকে।
অন্যান্য অনেক লিখার পাশাপাশি এই লিখাটিও অনন্য অসাধারণ।
শুভ সকাল এবং শুভ সন্ধ্যা প্রিয় ইলিয়াস ভাই।