আত্মচিন্তন-৩

সময় অনেক কিছুই পরিবর্তন করে দেয়। আমাদের কাজ শুধু পরিবর্তনে অংশ নেয়া অথবা পরিবর্তনটাকে মেনে নেওয়া। তাহলেই জীবন অনেক সহজ !

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

12 thoughts on “আত্মচিন্তন-৩

  1. সময়ের সাথে নিজেকে খাঁপ খাইয়ে নেয়া অথবা সময়কেই চ্যালেঞ্জ করা! মুদ্রার এপিঠ-ওপিঠ।

    শুভেচ্ছা সেই সাথে শুভ সকাল।

    1. শুভ কামনায় শুভ সকাল মামুনুর রশিদ ভাই !https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. জীবনকে জীবনের মতো সহজ করে ভাবলে জীবন সহজ। :)

    1. আর এই সহজ করে ভাবতে পারাটাই আসলে অনেক কঠিন কখনো কখনো ! তখন অনেক সহজ বিষয় ও জটিল হয়ে উঠে ।

      1. কাঠিন্য না থাকলে জীবন … জীবন কিসের !! জীবন হচ্ছে লড়াই এবং সমঝোতা।

    2. ঠিক তাই ! তাইতো কবি বলেছেন- “সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম” !

  3. পরিবর্তনটা মেনে নেয়াই বুদ্ধিমানের কাজ। কারণ, সারভাইভ ফর দ্যা ফিটেষ্ট বলে যে কথাটি প্রচলিত আছে – সেখানেও বলা হয়েছে পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য। যে এই পরিস্থিতিতে চলতে পারবে না, তার পুরষ্কার হচ্ছে – ডেথ তথা মৃত্যু।

    1. এক মত মনা পাগলা ভাই । তবে সব পরিবর্তনই কি মেনে নিবো নাকি কিছু পরিবর্তিত পরিস্থিতির পরিবর্তনের চেষ্টা ও করবো । সব পরিবর্তন মেনে নেওয়া ও কি মানষিক ভাবে মৃত্যুর সমতুল্য নয় ?

  4. সময় অনেক কিছুই পরিবর্তন করে দেয়। আমাদের কাজ শুধু পরিবর্তনে অংশ নেয়া অথবা পরিবর্তনটাকে মেনে নেওয়া। তাহলেই জীবন অনেক সহজ…

    ** দার্শনিকীয় অভিব্যক্তি: যুক্তিযুক্ত….

  5. খুবই সাধারন কথা । আসলে মানুষের জীবনটাই একটা দর্শন । তাই জীবন ঘনিষ্ঠ সবকিছুই প্রকৃত অর্থে দার্শনিকীয় !
    *শুভ কামনা জানবেন কবি ।

  6. সাধারণ জীবন দর্শন। ভাল লাগল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।