বিবর্ণ কাচের আড়ালে

বিবর্ণ কাচের আড়ালে

জমিয়ে রাখো নুপুরের ঘ্রাণ
বিবর্ণ কাচের আড়ালে
তারপর পরখ করে দেখো মুখ
মিথ আর বিসর্গগুলো ডুবে গেলে..

কার ছায়া বেঁচে থাকে অনুগত জলে
কে চায় ছেড়ে যেতে এই সমতল
একদিন আমিও তো প্রহরী ছিলাম
ছিল এই মাঠে বিরহের জলজ ফসল..

সুখপাখি উড়ে গেলে পরিণত এই কাচ
হারিয়ে ফেলে নিজ অবয়ব
কিছু মন তবুও প্রতীক্ষায় থাকে
আর কিছু বেদনার পাখি, পাশে বসে করে কলরব…

2 thoughts on “বিবর্ণ কাচের আড়ালে

  1. কবিতায় অনুভূতির চমৎকার প্রকাশে মুগ্ধ হলাম প্রিয় ইলিয়াস ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. একদিন আমিও তো প্রহরী ছিলাম
    ছিল এই মাঠে বিরহের জলজ ফসল..
    *জীবনানন্দ কে ফিরে ফিরে পাই …

মন্তব্য প্রধান বন্ধ আছে।