আমার চটপট স্বভাব

আমার চটপট স্বভাব
——————–
খুব তাড়াতাড়িই লেখাপড়া শেষ করলাম
এক্বেবারে তাড়াতাড়ি চাকরি হল
তাড়াতাড়ি বিয়ে, বছর না পেরতেয় বাবা হলাম

মানে আমার সবকিছু খুব তাড়াতাড়ি
চটপট বাজার করে ঘরে ফিরি
চটপট অফিসের কাজ সারি
চটপট পেপার পড়ি,ঘুরি ফিরি

মানুষও আমাকে চিনে ফেলেছে
মানে আমি ইজি কাজে বিজি

ভাবছি চটপট -তাড়াতাড়ি মরে যাব না তো?
সব-ই যদি চটপট হয় তাহলে
মৃত্যু তোমার দেরি কিসের?

সেদিন এক লোক বলল-সব কাজ তাড়াতাড়ি
সারলে তাড়াতাড়ি মরতে হবে
আরেক লোক আরেকদিন বলেছিল
-এত ত্বরা স্বভাব ভাল নয়
এত ত্বরা করে কি করবেন?
জীবনটাকে ইনজয় করুন

যাইহক সব কথা ঝটপট শুনি
চটপট কিছু একটা বলি
আর মৃত্যু তুমি এলে –তোমাকে তো ঠেকাতে পারব না!
তবে যেদিন মরব- খোদার কাছে চটপট একটা স্বর্গ চায়।

খালিদ মোশারফের কবিতা সম্পর্কে

তবুও থামিনি আমি ''''''''''''''''''''''''''''''''''''''' তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি আমি কবিতা লিখতে বসলাম। পকেটে ময়লা মন তবু আমার যাত্রার শুভক্ষণ হঠাৎ গাড়ী নষ্ট হল নামলাম হাটলাম অনেকদূর তবুও থামিনি তোমার যাত্রা শুভ হক এ কথা কেউ আমাকে বলেনি ।

3 thoughts on “আমার চটপট স্বভাব

  1. চটপট লেখা কবিতাটি আমিও চটপট পড়ে ফেললাম । চটপটির মতোই ভালো লাগলো ।
    স্বাগতম কবি চটপটে শব্দনীড়ে চটপটিয়ে বিচরনের জন্য ।

  2. “তবে যেদিন মরব- খোদার কাছে চটপট একটা স্বর্গ চাই।”

    বাহ! চটপট চটপট…

  3. আপনার আমার চটপট স্বভাব এর সাথে পরিচিত হলাম। বেশ লিখেছেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।