কিছু ধ্বনি স্মৃতি হয়ে থাকে

আধুনিক গান :: কিছু ধ্বনি স্মৃতি হয়ে থাকে

কিছু ধ্বনি স্মৃতি হয়ে থাকে
কিছু প্রেম দূর জানালায়..
পাখিদের সাথে কথা বলে
কিছু জল তৃষ্ণা জাগায়।।

* যে সড়ক একা একা হাঁটে
বুকে নিয়ে ঘোর কথামালা
জানতে চাই কি তার কাছে…
মাধবী কি আজও বেঁচে আছে
ছেড়ে যাওয়া ভাদ্রের সন্ধ্যায়
একা একা যারা গৃহ ছেড়ে যায়।।

* কিছু গৃহ মানুষের জন্য
কখনোই ছাদ হয়ে থাকে না
কিছু নীল ভালোবেসে দূরাকাশ
প্রণতি বুকে ধরে রাখে না
তবুও তো আকশের কাছে হায়…
জলচিঠি লিখি আমি কোন আশায়।।

2 thoughts on “কিছু ধ্বনি স্মৃতি হয়ে থাকে

  1. চমৎকার গীতিকাব্য উপহার প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। সালাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. তবুও তো আকশের কাছে হায়…
    জলচিঠি লিখি আমি কোন আশায়।।
    * ভালোলাগা অশেষ !

মন্তব্য প্রধান বন্ধ আছে।