আকাশের বৃষ্টিধর্ম

আকাশের বৃষ্টিধর্ম

লোনাজল কিংবা মিঠেপানি, অথবা আকাশের দিকে উড়ে যাওয়া বাষ্প-
আবার যখন মধ্যরাতের গায়ে ঝরে পড়ে, তাকে ছুঁতে ছুঁতেই একাকী চাঁদ
খোঁজে একান্ত বৃষ্টিধর্ম। জলের গরিমা যেভাবে পরখ করেছিল নিম্নবিত্ত নদী,
আষাঢ়ের সান্ধ্য ঝাপটা যেভাবে বরণ করেছিল তছনছ নগর, আর বসন্তের
প্রেমাশ্রু চোখে, পরদেশি প্রেমিকের পথে গোলাপ ছিটিয়েছিল যে নারী, তারাও
মানে এই গ্রন্থের বিধান। জলসমগ্রের গায়ে আছড়ে পড়ে যে মানবিক আকুতি,

তাকে-ও তো প্রেম বলা যায়, বলা যায় বিরহ— আর কিছু স্বপ্নের সাথী।

2 thoughts on “আকাশের বৃষ্টিধর্ম

  1. অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি ইলিয়াস ভাই। সুন্দর কবিতা।

  2. “জলের গরিমা যেভাবে পরখ করেছিল নিম্নবিত্ত নদী,”

    অনন্য পঙতি! শুভকামনা, কবি!
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।