ব্লগবুক অণুলিখন ৫৯

শ্যামলিমায় মালিনী কার হাতে রয়;
প্রার্থনায় স্মরি শিল্পভেদী কুরুশ-কাঁটা না যেন তার হয়।

সময় সময়ের বন্ধু … সময়ও সময়ের প্রতিদ্বন্দ্বি।

পাহাড় সমতলের উজান ভেঙ্গে এগিয়ে চলা
আর ঘর-বৃত্তের ছন্ন ছাউনিতে ফিরে যাওয়া
অঙ্কের শূন্য; অঙ্কের সূত্র-শূন্যেই পরিশেষ।

সময় … আমি আমাকে খুঁজে পাই।
আমি আমার কথা গুলোন খুঁজে পাই।

__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

12 thoughts on “ব্লগবুক অণুলিখন ৫৯

    1. আপনার জন্যও বৃষ্টি ভেজা শুভেচ্ছা এবং বিনীত সম্মান স্যার। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  1. অসাধারণ লিখা।* ছবি- খুব নিপুন হাতে তোলা। ভাল লাগল।

    ভাই আসসালামু আলাইকুম। ব্যস্ততার কারণে ব্লগে আসতে পারিনি। আমি ফেসবুক ইনবক্সে কোন বার্তা পাইনি। অনুগ্রহ করে আবার দিবেন। সঠিক সময়ে উত্তর দিতে না পারার জন্য দুঃখিত। ভাল থাকবেন।
    আমাকে ছবি পোস্ট দেওয়ার ব্যাপারে জানাবেন।

    1. সালাম এবং ধন্যবাদ বাসেত ভাই। আমি জানি বেশীর ভাগ সময় ব্যস্ত থাকেন। এফবিতে যে আইডি বেশী সক্রিয় সেটা দিয়ে নক করবেন। উত্তর পাবেন।

      পোস্টে ছবি দেয়ার নিয়ম বেশ সহজ। আমার বর্ণনা ক্ষমতা কম।
      আপনি যখন পিসিতে বসবেন আমাকে ফোন দেবেন। :)

  2. প্রিয় মুরুব্বি আপনার চমৎকার ছবি,লেখা ,কেপশন, মতামত ভাল লাগে।
    কিন্তু বুঝিনা আপনি এত সময় পান কি ভাবে।
    সত্যি বলতে গেলে আমি খাওয়া কিংবা পোশাপ পায়খানার সময়টাও ঠিকমত পায় না।
    ধন্যবাদ আপনার উদারতার জন্যে।

    1. অশেষ ধন্যবাদ মি. খালিদ মোশারফ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      আমার ব্যবহৃত ছবি, ক্যাপশন আর মতামত আপনার ভালো লাগার জন্য কৃতজ্ঞতা। ব্যস্ত সমস্ত মানুষকে আমি সব সময় শ্রদ্ধা করি। যেমন আপনাকে !!

      প্রকৃতির ডাকে সাড়া দিতেও আপনার হাতে সময় কম। ব্যস্ততা ভালো বাট অতি ব্যস্ততা স্বাস্থ্যের জন্য হানিকর। বলে বা লিখে আপনাকে সঠিক বোঝাতে পারবো না; আমারও আপনার মতো ঘর সংসার সন্তানাদি পেট রুটি রুজির পরিশ্রম সবই আছে। তারপরও আমি সময় পাই। সময় বের করি। এটাই আমার সৌভাগ্য। :)

    1. ধন্যবাদ মি. সাইয়িদ রফিকুল হক। শুভেচ্ছা আপনাকেও। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।