আধুনিক গান ♠ আমার নামটি
আমার নামটি থেকেই যাবে তোমার সূচনারেখায়
চাইলেও তা মুছা তো যাবে না, সড়কের আঁকাবাঁকায়।।
* হেঁটে যায় পথ, হাঁটে না তো স্মৃতি
থমকে থাকে কাল,
আমি তো খুঁজেছি পাতার সবুজে
শব্দের ছায়াসকাল,
জল জাগানিয়া ঢেউগুলো যেমন
কূলকে ভাসিয়ে যায়।।
* ভাসতে ভাসতেই দেশান্তরির
মায়াদাগ বুকে নিয়ে
ভোরের জ্যোতিকে সাক্ষী রেখে
সকল প্রেম সাজিয়ে
এখনও তো আছি বুদ হয়ে
এই জীবনের পানশালায়।।
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।