পূর্ণতাই অপূর্ণতা আর অপূর্ণতাই পূর্ণতা
তুমি আছো বলেই কবিতারা এক পৃথিবীর আলো থেকেও মরে যায়, মরে যায় কবি। খুঁজে বেড়ায় দুঃখের যন্ত্রণাময় সুখ, হারিয়ে যায় চিরচেনা সেদিনের চাঁদকালো আকাশটা, আর খুঁজে বেড়ায় তার অবয়বের একফালি কোনো এক ছবি। সত্যি বলতে কি, সুখে সুখ নেই দুঃখের আচড় ছাড়া…
তুমি আছো বলেই সদ্য ভূমিষ্ঠ কাগজের ঘ্রাণ এখন আর মাতাল করে না, খুঁজে পায়না চিরস্থায়ী ক্ষতের রঙধনুর সাত রঙ। অবশেষে বুঝতে পারে, বলতেও পারে; শুধু তুমি আছো বলেই পৃথিবী কতোটা আলোকিত, আঁধারের মাঝে কতটা মধুময় মুগ্ধতা। তবু্ও কি যেন নেই…
অতঃপর পূর্ণতাই সব অপূর্ণতা আর সব অপূর্ণতাই পূর্ণতা…
গদ্য কবিতার আঙ্গিক বরাবরই আমার কাছে প্রিয়। ভালো লাগে পড়তে।
আমিও বলি ‘পূর্ণতাই অপূর্ণতা আর অপূর্ণতাই পূর্ণতা’। শুভ সকাল কবি মি. রুদ্র আমিন।
অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আপনাদের অনুপ্রেরণা। খুব খারাপ লাগে শব্দনীড়ে নিয়মিত হতে পারছিনা বলে। আশা করি একদিন ঠিক ঠিক নিয়মিত হয়ে উঠবো।
সদ্য ভূমিষ্ঠ কাগজের এখন আর মাতাল করেনা — খুব সুন্দর লেগেছে।
শুভেচ্ছা নেবেন আমিন ভাই।
ভালোবাসা