পঠন বিষয়ক পত্রাবলী

পঠন বিষয়ক পত্রাবলী

প্রকৃত পঠন আমার উদ্দেশ্য ছিলো না। তবুও আমাকে পড়তে হয়েছে। এক
জীবনে সবকিছুই পড়া হয় না। দেখে গেলেও তুষ্ট হয় না মন। তবু তাকিয়ে
থেকে আকাশ পড়েছি, পাহাড় পড়েছি, পড়েছি ঝরণার অসমান্তরাল
ঢেউসূত্র। কোথা থেকে ঝড় এসে উড়িয়ে নিয়ে গেছে খড়ের স্তুপ। নিজেকে খড়ের
চেয়েও তুচ্ছ মনে হয়েছে তখন। ঝড়, খড় কে আলিংগন করেছে। আমাকে করেনি।
করলে আমিও উড়তে পারতাম। কিংবা নদীতীরে দাঁড়িয়ে হতে পারতাম কোনো
দূরগামি মাঝির গানের মুগ্ধ শ্রোতা। জানি,আমাদের শ্রোতার সংখ্যা কম। বক্তা
বেশি। সবাই বলতে চায়। অথচ না শুনলে বলা যায় না। যারা অন্ধ তারা
না দেখেও আঁকতে পারে অনেক সুদৃশ্য চিত্রাবলি। আমাদের চোখ আছে। তারপরও
আমরা না দেখার ভান করি। অনেক রঙের সমষ্টি মিলিয়ে রেখে যাই আমাদের
প্রতারণার রঙ। পথটা প্রশস্থই ছিল। কিছুটা আলো পেলে পরিপুষ্ট নদীর স্রোতে

আমরাও দেখতে পারতাম নিজেদের মুখ। হায়!
হয়নি সেই সময়ও এই জনমে !
রেখে যেতে পারিনি একগুচ্ছ সবুজ শালুক।

3 thoughts on “পঠন বিষয়ক পত্রাবলী

  1. "আমরা না দেখার ভান করি। অনেক রঙের সমষ্টি মিলিয়ে রেখে যাই আমাদের
    প্রতারণার রঙ।" __ অনন্য সাধারণ লিখা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ সকাল।

  2. ভিন্নধর্মী লেখা, শুভকামনা জানুন

মন্তব্য প্রধান বন্ধ আছে।