ক্ষতচিহ্ন
কত ক্ষত লুকিয়েছ
শারদীয় কাপড়ের ভাঁজে?
যেখানে ঝোলানো থাকে
মিথ্যে গোলাপী হাসি
সেই ঠোঁটে ক্ষত ছাপ
ফেলেনা কখনো।
বহু ক্ষত চাপা পড়ে
লিউকোপ্লাস্টে,
বহু খোলা হাওয়াতেই
প্রান্তদর্শণ।
যেখানে রক্ত ঝরে
চুঁইয়ে নাছোড়-
যেখানে ঝড় শেষ হলে
মৃতবিষাদ থাবা গেড়ে বসে-
সেখানেই নিশ্চিন্ত আশ্রয়ে
একে একে ক্ষত মাথা তোলে
বিষ পার্থেনিয়াম বেশে,
সেখানেই জন্ম নেয়
অকথ্য নীল রূপকথা।
এভাবেই আমাদের এই দিনরাত্রি। ভালো থেকো প্রিয় কবি সৌমিত্র।