দুঃখ
যেদিকে দুঃখ যায়
সেদিকে হাট বসে – দেবদারুর মাথায়
দ থেকে দুঃখের উৎপত্তি
মোমের আগায় জ্বলে থাকা টিমটিম আলো
নদী – দুঃখের আর এক নাম
সুখ – তারও ডাক নাম নদী।
যেদিকে দুঃখ যায়
সুখ তার পিছু পিছু হাটে।
দুঃখ
যেদিকে দুঃখ যায়
সেদিকে হাট বসে – দেবদারুর মাথায়
দ থেকে দুঃখের উৎপত্তি
মোমের আগায় জ্বলে থাকা টিমটিম আলো
নদী – দুঃখের আর এক নাম
সুখ – তারও ডাক নাম নদী।
যেদিকে দুঃখ যায়
সুখ তার পিছু পিছু হাটে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দুঃখ গুলোন বোধকরি এমনই। ___ অসাধারণ একটি কবিতা।
ধন্যবাদ শ্রদ্ধেয়