রক্তমেঘতন্ত্রী বৃষ্টিলোকালয়

রক্তমেঘতন্ত্রী বৃষ্টিলোকালয়

ফিরে এলো না অনেকেই। অনেকগুলো ঘর, পুরুষশূন্য
থেকে গেল। অনেকগুলো সংসার থেকে চিরতরে,
হারিয়ে গেল নারীর শাড়ীর আঁচল। কোর্তাবিহীন শিশু-
মা মা বলে কাঁদলো ডিসেম্বরের তীব্র শীতে। কেউ,
শুনতে চাইলো না সেই ডাক। ধীরে ধীরে পশ্চিমা ট্যাংকগুলো,
অতিক্রম করলো আমাদের গ্রামের পথ।

আমরা আকাশের দিকে তাকিয়ে থোকা থোকা
রক্তমেঘ দেখলাম। সুরমা নদীর শান্ত জলে,
শবগুচ্ছ দেখে বুঝলাম- এই মাটি আরও বহুকাল
খুব নীরবেই সইবে গণহত্যার লাল দাগ।
লোকালয়ে ফিরে এলেন না অনেক সূর্যসন্তান।

দল বেধে, অনেকগুলো পাখি বেদনার অশ্রু ঝরালো,
জি সি দেব – মুনীর চৌধুরীদের নামে।
ভাঁজ করা একটি পতাকা হাতে, যে মা সারারাত
পাহারারত ছিলেন-
তিনি তা তুলে দিতে চাইলেন, তাঁর যুদ্ধাহত সন্তানের হাতে।

3 thoughts on “রক্তমেঘতন্ত্রী বৃষ্টিলোকালয়

  1. 'এই মাটি আরও বহুকাল
    খুব নীরবেই সইবে গণহত্যার লাল দাগ।' :(

মন্তব্য প্রধান বন্ধ আছে।