প্রথা পরম্পরা

প্রথা পরম্পরা

সমুদ্রের কাছে গেলেই নিজেকে খুব ছোট মনে হয়।
সব মানুষ কে ‘মানুষ’, কিংবা সব পশুকে ‘পশু’ বলতে
ভুলে যাই। যে প্রথার পর্দা আগলে রেখেছিল আমার জানালা,
দেখি,তার গায়ে বাসা বেধেছে সদ্য লেজহারা টিকটিকি,
হাওয়ারা ফিরে যাচ্ছে অন্য প্রদেশে, চাঁদও ফিরিয়ে নিয়েছে মুখ।

বিজলীর জন্মদৃশ্য দেখলে আমি ঝড়ের তাণ্ডবের কথা
ভুলে যাই। যে ঘরের চালা উড়িয়ে নিয়েছে বিগত বৈশাখ,
মনে হয় এমন বৈশাখ বারোমাস স্থায়ী হোক।
এমন ঝড় চিরতরে,
মুছে দিক কিছু নরপশুর মুখের ফাটল।

3 thoughts on “প্রথা পরম্পরা

  1. প্রথা পরম্পরা ভেঙ্গে আমাদের প্রত্যাশাও তাই। শুভেচ্ছা প্রিয় কবি। 

  2. শুভেচ্ছা নিন শ্রদ্ধেয় কবি

    আপনার কবিতায় মন্তব্য করার সাধ্য  নেই আমার।

    শিখার প্রয়াস নিয়ে পড়া..

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।