ঈদ শপিং


নিউ মার্কেট আর গাউসিয়াতে চলছে কেনা কাটা
দেশটি জুরে কোথাও আর নেই যে কোন ফাকা।
এখান থেকে ওখানেতে চলছে ছোটাছুটি
কোন বাজারে পাবে পোশাক হবে মোটামুটি।

দামে কম লাগবে ভাল দেখতে হবে খাসা
পড়শিরা সব বলবে ভাল এইতো এখন আশা।
চমকে দেব নতুন কাপড় নতুন ডিজাইন
হাল ফ্যাশনের ছড়াছড়ি কোনটা হবে ফাইন।

এখানে নয় ওখানে চল গিন্নী ধরে বায়না
হাটা হাটি ঘোরা ঘুরি আর যে দেহে সয় না।
ভিউ প্যালেসে এসে বধূ শাড়ি নিয়ে হাতে
দাম শুধাল দোকানীরে আমায় নিয়ে সাথে।

ষাট হাজারে দিতে পারি, প্যাকেট করব নাকি
এটাই আসল বেনারসি আর যে সকল মেকি।
দামটি শুনে আঁতকে উঠি, একি হলো হায়
পকেট কখন উবে গেছে প্রাণটা বুঝি যায়!

গিন্নী আমার অতি ভাল সাহস করে বলি তারে
চটপটি আর ফুচকা খেয়ে এবার চল ঘরে।
কালকে তোমায় শাড়ি দেব, আর যা আছে কিছু
কেন তুমি মিছে আমায় মন ভুলিয়ে আনলে পিছু?

কেমন করে বলি তাকে পকেট আমার ফাঁকা
কোথা থেকে পাব এখন এত গুলি টাকা?
চুপটি করে বসে আছি মাথায় দিয়ে হাত
বুঝতে তিনি চায়না মোটে কোন অজুহাত।

চারিদিকে লাল নীল জ্বলছে বাতির বাহার
এবার বুঝি ভাঙবে আমার এত দিনের সংসার।

6 thoughts on “ঈদ শপিং

  1. 'কেমন করে বলি তাকে পকেট আমার ফাঁকা; কোথা থেকে পাব এখন এত গুলি টাকা?' ___ উপায় নাই বন্ধু। ব্যবস্থা একটা করতেই হবে। নইলে … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_wacko.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_PC Hack.gif.gif

  2. আপনার লেখার সরলতা আমার ভীষণ পছন্দ হয়। বৌদির জন্য অবশ্যই ভাল শাড়ী হওয়া চাই দাদা। ঈদ বলে কথা। হাহাহা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  3. আ হাহা হা দাদা ভাই

    এখনো যে শপিং এর রোমাঞ্চ আপনার মধ্যে আলোড়িত হয় এতেই আমি বিস্মিত !.

     

    ভালবাসা ও শুভেচ্ছা অবিরাম ♥♥

মন্তব্য প্রধান বন্ধ আছে।