সিক্ত নদী রিক্ত নিবাস
গানের গুঁতো খসছে সুতো
উল্কাতারা।
সন্ধি পুরো মহিষ বুড়ো
বল্গাছাড়া।।
আসছে গাড়ি যাচ্ছে গাড়ি
জোর চালিয়ে।
কামারশালা ধোঁয়ার জ্বালা
গলগলিয়ে।।
বর্ষা গীতে নদীর রীতে
অকালিক বান।
জলের শিসে হারায় দিশে
লাবডুবগান।।
বড়কা ভুতো ছোট্ট জুতো
ফোস্কা পায়ে।
ঝালর রঙিন মিঠাসি দিন
আদুল গায়ে।।
হাপর তালে আগুন জ্বালে
বাদাম শাখা।
জ্বলছে নদী চলছে নদী
আঁকাবাঁকা।।
সুখপ্রদ পদ্য গঠন। ভালো লিখেছো প্রিয় কবি সৌমিত্র। শুভ সকাল।
শব্দবুননে আপনার জড়ি নেই। শ্রদ্ধা সুপ্রিয় কবি মি. সৌমিত্র চক্রবর্তী
দারুণ ছন্দ মধুর; সুন্দর ধারাবাহিকতা।