আয়না কথা কয়
একদিন খুব রাতে আয়না কথা বলে ওঠে,
কোথায় চলেছ জীবন?
মৃত্যুর দিকে?
ওখানে কি আছে?
শান্তি
আমায় নেবে?
উঁহু, নিয়ম নেই
একলা যেতে হয়
একা খারাপ লাগবে না?
এখানেও তো একাই ছিলাম
কই? এখানে তো কত মানুষ!
বুকের গভীরে তাকাও তো!
অনেক মানুষের মাঝে তুমি কি একা নও?
ওখানে যে অন্ধকার!
এখানে অন্ধকার নেই?
উঁকি দাও মনের ভেতর
ওখানে তো মাটি!
আরে বোকা, আমিও তো মাটি
ওখানে আনন্দ নেই,
ওখানে দুঃখও নেই,
ওখানে ভালোবাসা নেই
ওখানে ক্ষরণও নেই
ওখানে লক্ষ্য নেই কোন
এখানেই বা লক্ষ্য কোথায়?
শুধুই টাকার গোলামী
ওখানে আপনজন কেও নেই
ওখানে স্বার্থও নেই
ওখানে শুধুই মরণ
আরে মরণের পরেই তো চিরস্থায়ী জীবন
কে বলল তোমাকে?
আমি যে আস্তিক
আয়না রাগ করে বলে, তবে মর
আমি মুচকি হেসে বলি
চিরদিন কেও কি আর বেঁচে থাকে?
তবে চল
আচ্ছা, চল
আয়না মিলিয়ে যায় অন্ধকারে
আমি অপেক্ষায় মাটি হতে।
আপনার কবিতার সম্বোধন আমার কাছে সবচেয়ে বেশী আপন। শুভ সকাল কবি।
আপনিও অনেক আপন মুরুব্বী
ধন্যবাদ
আয়না কথা কয়। অদ্ভুত সুন্দর কবিতা প্রিয় কবি জীবন বাবু।
ধন্যবাদ রিয়া
ওখানে তো মাটি!
আরে বোকা, আমিও তো মাটি
*

