মেমোরি ও মনকানা
জানার আগ্রহ সাগরে ভেসে যায়। ভাসে ধূলিকণা
আমারও ভাসার কথা ছিল।
পারিনি, ওজন কম বলে আমাকে রিক্রুট করেনি
বনের হাওয়া, ঝড়ের গতি আর সমুদ্র সময়।
আমি মনকানার হাটে হারিয়েছিলাম আমার
যে মেমোরিচূর্ণ, আজ তা আবার খুঁজে দেখি
পাই না কিছুই। যে হাড় আমার ছিল
যে মজ্জা ছিল কালের অনাগত আলো
তাকেও মলিন দেখে বাড়ে ভয়,
স্মৃতি নেই, মন নেই
তবু আয়ুর আকাংখায় ভোরবিলাস সাজাই।
বনের লতাকে বলি
তুমিই না হয় ধারন করো আমার,তারুণ্য।
@
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। সালাম।
সুন্দর। শুভেচ্ছা জানবেন। অবশ্যি পাঠকের শুভেচ্ছার জবাব আপনি দেন নাই কবি।
বরাবরের মতো সুন্দর কবি দা।