আজব বাজার


কালকে রাতে স্বপ্নে চড়ে
গেছি আজব বাজারে,
পয়সা বীনে সব পাওয়া যায়
আজব ব্যাপার আহারে!

অফুরন্ত সূর্যের আলো
চারিদিকে ছড়ানো,
রাত্রি জুড়ে চন্দ্র হাসে
জ্যোৎস্না যে মন মাতানো।

হরেক রঙের হাজারো ফুল
ফুঁটে আছে বাগানে,
হৃদয় উজাড় করা ঘ্রাণে
ভ্রমরকে কাছে টানে।

ঝরনা ঝরে অঝর ধারায়
স্রোতে ভাসায় নদীরে,
সব সেখানে পয়সা বীনে
কি আনন্দ আহারে!

শুধু বাতাস পাইনি খুঁজে
ওইনা আজব বাজারে,
যেটা কিনা বাঁচিয়ে রাখবে
আর কিছু দিন আমারে।

6 thoughts on “আজব বাজার

  1. "ঝরনা ঝরে অঝর ধারায়
    স্রোতে ভাসায় নদীরে,
    সব সেখানে পয়সা বীনে
    কি আনন্দ আহারে!" ___ সত্যই তাই মি. বাবু। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    1.  অনেক অনেক ধন্যবাদ জানাই মিঃ মুরুব্বীকে।

       

  2. আপনার পদ্য গুলো পড়লে মন ভালো হয়ে যায় শেখ বাবু ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

    1. শুনে ভাল লাগল চক্রবর্তী দা। 

      লেখার আগ্রহ বেড়ে গেল।

      ভাল থাকবেন।

  3. আপনি আসলেই ভাল লেখেন শেখ বাবু দা। সন্দেহ নাই। লেখাটি পছন্দ করলাম। :)

  4. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifশুভেচ্ছা জানবেন দিদি।

    ভাল থাকবেন।

    ধন্যবাদ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।