জলের জন্মদাতা
তুমি চেয়েছিলে জলতন্ত্র
আর আমি শুধু বৃক্ষের পাতায়
লিখে রাখতে চেয়েছিলাম রাতগুলোর জন্মবার্ষিকী,
কিন্তু এখন দেখি – এ কী !
ঝরে যাচ্ছে পাতা…
আর কিছু ভুল জমা করে করে
কেবলই দেশান্তরি হচ্ছে জলের জন্মদাতা
তুমি চেয়েছিলে পর্বত
আমি যে ক্ষত বুকে নিয়ে
ভেসেছিলাম সমুদ্রে,
তারপরও তৃষ্ণায় কাতর হয়ে
আমি পান করেছিলাম ভোর
একান্তই মঙ্গলগ্রামের রৌদ্রে…
আমি কেবলই কুড়াতে চেয়েছিলাম
সূর্যজন্মে পুড়ে যাওয়া অণু
তুমি তাকেই বিদ্যুৎ ভেবে শুধু
রাতের কাছে হয়েছ নতজানু।
@
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। ধন্যবাদ।
সুন্দর।
অভিনন্দন কবি।