বিসর্গ বেলায় শুকিয়ে নিচ্ছ শরীর
সোনা সোনা রোদ – ভাদ্রের দুপুর
অনেকগুলো মুখের কোরাস
পাখির ডানায় লেখা ভ্রমন সূচী
নিভছে অন্ধের দিনলিপি
যজ্ঞ শেষ
সবার চোখে পলল ঘুম
উছলে ওঠার সময় এখন
চৈতন্যের দিন আর নেই বাকি
না হয় চোখে ভাসুক
একটা জলনৌকার প্রতিচ্ছবি।
"চৈতন্যের দিন আর নেই বাকি
না হয় চোখে ভাসুক, একটা জলনৌকার প্রতিচ্ছবি।" দারুণ প্রিয় কবি। গুড।
অনেক সুন্দর প্রিয় কবি।
অভিনন্দন কবি মোকসেদুল ইসলাম ভাই।