ছায়ামনে, মেঘের সংসার
ভেসেছিলাম একক সায়রে, সাথে নিয়ে পিতল বরণ মেঘ
নিধুয়া নদীর বাঁকে জমে থাকা বিরহ অপার
বলেছিলো সাথে যাবে, যদি যাই হিজল জমিনে
হতে পারে দেখাদেখি— ছায়ামনে, মেঘের সংসার।
আঁকড়ে যে জন থাকে ভিটেজল, ঢেউয়ের আকর
টেনে নেয় কাছে ঝড়, বসন্তের অরূপ মহিমা
বীমাহীন জীবনের যতসব লেন-দেন সেরে
অতিক্রম করে যায় পূবাকাশ— নক্ষত্রের সীমা।
পথে পথে ঘুরে ফের জানিলাম একক পরাণ
সকলই হারিয়ে যায়, হারানোই জীবনের ঘ্রাণ !
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। ধন্যবাদ।
সুন্দর কবিতা উপহার প্রিয় কবিদা।
পথে পথে ঘুরে ফের জানিলাম একক পরাণ
সকলই হারিয়ে যায়, হারানোই জীবনের ঘ্রাণ !
বীমাহীন জীবনের যতসব লেন-দেন সেরে
অতিক্রম করে যায় পূবাকাশ— নক্ষত্রের সীমা।