শুধুই তোমার জন্য আমার এই পৃথিবী
তুমি আমার আঁধারের আলো,
তুমি আমার জোৎস্নার আলো।
তুমি আমার সূর্যের আলো,
তুমি আমার ঘরের আলো।
তুমি আমার জীবনী,
তুমি আমার সহধর্মিণী।
তুমি আমার নয়নের মনি,
তুমি আমার অর্ধাঙ্গিনী।
শুধুই তোমার জন্য আমার এই পৃথিবী
তুমি আমার আঁধারের আলো,
তুমি আমার জোৎস্নার আলো।
তুমি আমার সূর্যের আলো,
তুমি আমার ঘরের আলো।
তুমি আমার জীবনী,
তুমি আমার সহধর্মিণী।
তুমি আমার নয়নের মনি,
তুমি আমার অর্ধাঙ্গিনী।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
শুধুই তোমার জন্য আমার এই পৃথিবী
চমৎকার এক অনুভবের প্রকাশ হয়েছে মি. নিতাই বাবু।
একজন পুরুষের অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিণী। সে-ই আমার অবশিষ্ট জীবনের সুখে-দুখের কাণ্ডারি ।
তুমি আমার নয়নের মনি, তুমি আমার অর্ধাঙ্গিনী। চমৎকার সারল্য দাদা ভাই।
সুন্দর মন্তব্যের জন্য আমার শ্রদ্ধেয় রিয়া দিদিকে অজস্র ধন্যবাদ ।
তুমিই সব। আসলেই তাই নিতাই বাবু। সেই ই সব।
সুন্দর মন্তব্যের জন্য আমার শ্রদ্ধেয় সৌমিত্র দাদাকে অজস্র ধন্যবাদ । আশা করি ভালো থাকবেন শ্রদ্ধেয় দাদা।
* বাহ! চমৎকার…
সময় এবং টেনশনের কারণের সুন্দর মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল বলে মনে কিছু করবেন না শ্রদ্ধেয় দিলওয়ার দাদা। ফ্যাক্ট– মোবাইল।
সুন্দর,সুন্দর !!
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা। আশা করি ভালো থাকবেন সবসময় ।