চারহাজার বছর
আমাদের চারপাশে পুড়ে গেছে
চার হাজার বছর
আমরা দেখেছি কংকাল আর কালের
বৈভব, কীভাবে
এসেছে অভিমানের অনন্ত নিকটে,
কী এক যাপিত মিশ্রণ
হিমাঘারে পুড়িয়েছে মন…
আবার আসবে ফিরে ঝাঁকের পাখিরা
এই আশাবরে
আকাশও খুলেছে বুক
সেরেছে অন্তিমে, আরো কিছু বিরহ বয়ন।
সুন্দর কবিতা।
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
চমৎকার কবি দা।
* অনেক সুন্দর প্রকাশ…