চারহাজার বছর

চারহাজার বছর

আমাদের চারপাশে পুড়ে গেছে
চার হাজার বছর
আমরা দেখেছি কংকাল আর কালের
বৈভব, কীভাবে
এসেছে অভিমানের অনন্ত নিকটে,
কী এক যাপিত মিশ্রণ
হিমাঘারে পুড়িয়েছে মন…

আবার আসবে ফিরে ঝাঁকের পাখিরা
এই আশাবরে
আকাশও খুলেছে বুক
সেরেছে অন্তিমে, আরো কিছু বিরহ বয়ন।

4 thoughts on “চারহাজার বছর

মন্তব্য প্রধান বন্ধ আছে।