কাতারবন্দী মানুষের প্রচ্ছদ

কাতারবন্দী মানুষের প্রচ্ছদ

[ সৈয়দ আশরাফুল ইসলাম – আপনাকে ]

আপনি শপথ বাক্য পাঠ করার জন্য সময় চেয়েছিলেন,
অথচ আপনি জানতেন না – আপনার শপথপাঠ
এই মাটির প্রতি ছিল চিরকালীন।
চর ও চরাচরে যে মানুষ জেগে থাকে,
বৃক্ষ ও বৈভবে বাস করে যে পাখি,
বর্তমান ও বিন্দুতে লুকিয়ে থাকে যে সাহস
সবই ছিল আপনার করায়ত্ব। ভটির জনপদে,
বাস করা হাঁসগুলো হেসে হেসে তাকাতো
আপনার মুখের দিকেই।

এদেশের রাজনৈতিক আকালে আপনি,
ছিলেন অভিভাবক।
এই সূর্যের সংকটে আপনি ছিলেন,
উজ্জ্বল প্রদীপ-শিখা।
গ্রামের হাট থেকে রেস্তোরাঁর খাবার টেবিলে
আপনার রাজনৈতিক প্রজ্ঞা ছিল
আলোচনার উপপাদ্য বিষয়।

মনে পড়ে, মার্কিন মুলুকে এসে আপনি
পনেরোই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের নথি
খুঁজেছিলেন। জেল হত্যাযজ্ঞ! যা আপনাকে
ফেরারি করেছিল দেশে দেশে,
সেই স্মৃতিচারণ করে আপনি বলেছিলেন,
‘পিতা হত্যার বিচার চাই, ইলিয়াস’!
আমি শক্ত করে আপনার হাত চেপে ধরে
জাতিসংঘ চত্বরে পাশাপাশি হেঁটে হেঁটে
খুঁজেছিলাম জাতির পিতার রেখে যাওয়া পদছাপ।

কাতারবন্দী মানুষের প্রচ্ছদ হয়ে আপনি,
সেভাবেই পদছাপ রেখে গিয়েছেন প্রিয় অগ্রজ!
খুব ধীর লয়ে বলেছেন, সৃষ্টির পক্ষে প্রজন্ম
বদলালেই, বদলাবে বাংলাদেশ।

সৈনিক হে!
আপনাকে অনন্ত কাল মনে রাখবে এই বাংলাদেশ!
এই মেঘনা নদীর ঢেউ, এই ঢাকার রাজপথ
খুব সন্তর্পণে ধারণ করবে আপনার ছায়া।
আর গোলাপগুলো নীরবে বলবে,
‘আবার কোনও দিন এই জনপদে এসো
হে রাজনীতির বরপুত্র,
দেখে যেও তোমার প্রিয় বাংলার মেঠোপথ! ‘

5 thoughts on “কাতারবন্দী মানুষের প্রচ্ছদ

  1. সৈনিক হে!
    আপনাকে অনন্ত কাল মনে রাখবে এই বাংলাদেশ!
    এই মেঘনা নদীর ঢেউ, এই ঢাকার রাজপথ
    খুব সন্তর্পণে ধারণ করবে আপনার ছায়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা । 

মন্তব্য প্রধান বন্ধ আছে।