বিলেটেড হ্যাপি নিউ ইয়ার

ইংরেজি নববর্ষে তোমাকে শূন্য ই-কার্ড কেন?
বর্ষ বরণের উত্তাল রাতে পাইন বনের মাথার ছিল কোমল চাঁদ।
তোমাকে কার্ডটা পাঠাবো বলেই সেই মায়াবী রাতে,
ল্যাপটপ খোলা …তারপর অবাধ্য মনে কত যে স্বপ্ন আঁকা!
ইচ্ছে করছিলো নবম সিম্ফোনির মতো সুর উঠাই কি বোর্ডে,
তোমার কার্ডে লিখি পেত্রাকের মতো কোনো সনেট!
রবি ঠাকুর থেকে হাল আমলের নির্গুণ কবির কবিতার গুঞ্জন মনে,
কিন্তু এক দিন আগে খুন হয়ে যাওয়া গণতন্ত্রের শোকে কিবোর্ড হলো স্তব্ধ !
আমার মধ্যরাত, তোমার সকালে আছে এখন আলোর মিছিল?
কাঁচা কাঁচা রোদে ভেজা সকাল আসে কি দেশে এখনো?
দেশের নীল আকাশে নেই কোনো সাদা মেঘের ভেলা,
আকাশ জোড়া ঘন কালো মেঘ ঘিরে ধরেছে দেশ।
উচ্চকণ্ঠ ব্যক্তি পূজা আর স্তবে অভ্যস্ত চারদিক,
শুধু নিভৃতে নৈঃশব্দ্যে কাঁদে সত্য ও সুন্দর।

তোমার কার্ডে লিখতে চেয়েছিলাম তাই মিথ্যা মুক্ত জীবনের সার সত্য,
‘পরাজিত গণতন্ত্রেও আমার বিধ্বস্ত মনের অস্তিত্ব করেছো স্বাধীন।
আকাশের ব্যাপ্তিতে ছড়িয়ে দিয়েছো আমার ভালোবাসা স্বপ্ন,
পৃথিবীর ব্যাসার্ধ পেরিয়ে অসীম করেছো ভালোবাসার মানস রাষ্ট্র ।
আমার ভালোবাসা কল্যাণ রাষ্ট্রের জনক, সর্বকালের সেরা মানবী
গলা চিপে ধরা গণতন্ত্রের নাভিশ্বাসেও তোমাকে নবর্ষের শুভেচ্ছা’।
কিন্তু জানোতো সাংবিধানিক বাধ্যকতায় নিষিদ্ধ,
আমার এই বিশুদ্ধ ভালোবাসা উচ্চারণ !
ফেসবুকে তোমার লাইক ধরে স্থায়ী অস্থায়ী সব ঠিকানায় যদি
পৌঁছে যায় সাতান্ন ধারার হুলিয়া নিয়ে জেল,জুলুম বা মৃত্যু!
গুম, খুনের অবিরল জলের ধারায়,তোমাকে হারাবার অশ্রুবন্যায়
কেমন করে আমার নিউ ইয়ারের শুভেচ্ছা ভেলা ভাসাই, বলো?
সেই আশংকায় শূন্য ই-কার্ড তোমার ঠিকানায়,
স্যরি, বিলেটেড হ্যাপি নিউ ইয়ার!

(এই রকম একটা কবিতা বছর তিনেক আগে লিখেছিলাম দেশের কিছু কষ্টকে ভেবে। সেই একই কষ্ট থেকে এই কবিতাও । এছাড়া গত কয়েক দিনে ব্লগে প্রিয় ব্লগারের চমৎকার কিছু ভালোবাসার কবিতা দেখে আমার একটা ভালোবাসার কবিতা লিখার ইচ্ছে হয়েছিল । আমার যে হতচ্ছড়া কবিতার হাত,মাথা। ভালোবাসার কবিতা লিখতে গিয়ে কি ছাইপাশ হলো কে জানে ! তবুও এটাই কিন্তু আমার ভালোবাসার কবিতা সৌমিত্র দা, রিয়াদি,নাজমুন আপা আপনারা যাই বলুন না কেন!)

10 thoughts on “বিলেটেড হ্যাপি নিউ ইয়ার

  1. ছবিই ক্যাপশান … ক্যাপশানই ছবি। দেশ ও দশ … দশ'ই দেশের প্রতিচ্ছবি।

    গুম,খুনের অবিরল জলের ধারায় হারাবার অশ্রুবন্যায়
    শূন্য কার্ড এর বিলেটেড হ্যাপি নিউ ইয়ার! … চলুক জীবন মি. খন্দকার ইসলাম।

    1. মুরুব্বী,
      জ্বি, সেটাই চাওয়া । তবুও চলুক জীবন ।
      চলুক দেশে, চলুক সবার জীবন । 

    1. নিতাই দা, 
      অনেক ধন্যবাদ মন্তব্যে । শীতলক্ষ্যা পাড়ের নারায়ণগঞ্জ নিয়ে কিন্তু আপনার থেকে আরো লেখা চাই ।

  2. পোস্টে দৃষ্টি আকর্ষণ করেছেন ধন্যবাদ খন্দকার ইসলাম ভাই। জাস্ট ওয়াও। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সৌমিত্র দা,
      'জাস্ট ওয়াও' মন্তব্যে খুশি হবো না আতংকিত হবো ? বোকার মতো কিছু লিখে ফেললাম নাকি সেটা নিয়ে ভাবছি না। কতটা বোকার মতো হলো সেটাই প্রশ্ন !এই কবিতা লেখার সময় আপনার কবিতার মতো ভালোবাসার লিখতে পারিনা সেই আক্ষেপ ছিলই কিন্তু মনে।অনেক ধন্যবাদ মন্তব্যে ।

  3. কবিতা অনেক সুন্দর হয়েছে ইসলাম দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifঅনেক অনেক শুভেচ্ছা জানবেন।

    উচ্চকণ্ঠ ব্যক্তি পূজা আর স্তবে অভ্যস্ত চারদিক,
    শুধু নিভৃতে নৈঃশব্দ্যে কাঁদে সত্য ও সুন্দর।

    1. রিয়াদি,
      আপনাদের মতোতো লিখতে পারিনা কিছুই না গল্প, না কবিতা ! 
      কি লিখতে চাইলাম আর কি যে হাবিজাবি লিখলাম মনে সেই ভয়ই ছিলো অনেক। আপনার মন্তব্যে কিছুটা আশ্বস্থ হবো কিনা ভাবছি । ভালো থাকবেন ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।