সেইফমার্ক
দাউ দাউ করে জ্বলে উঠলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
আর কিছু লোক আঙুল উঁচিয়ে দেখালো
সেইফমার্ক,
সুনামি’তে ভেসে গেল জাপান-
আবারও সেইফমার্ক দেখালো কেউ কেউ,
লন্ডন-প্যারিসে নগ্ন আক্রমণ করলো মৌলবাদী
গুপ্তঘাতকেরা।
ফেসবুক সেইফমার্কের বন্যায় ভাসিয়ে দিয়ে
ওরা হেসে উঠলো।
আজ চকবাজারে পোড়া মানুষের গন্ধ নাকে
নিয়ে, যারা গুলশানে দাঁড়িয়ে দেখালো
সেইফমার্ক,
কী অমানবিক দ্বীপে বসবাস করছে ওরা!
কী বিষাদ আজ ঘিরে ধরেছে আমাদের
মানবিক পৃথিবী!
নিজে ভালো আছে,
নিজে নিরাপদ আছে,
বলে আজ যারা উল্লাস করছে, তারা ভাবছে না,
ভাবতে চাইছে না-
কেমন আছে তাদের প্রতিবেশী!
#
২১ ফেব্রুয়ারি ২০১৯/ নিউইয়র্ক
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।
সম্মান প্রিয় ইলিয়াস ভাই।
শুভেচ্ছা।