সাতই মার্চের সূর্যমন্ত্রগুলো
উড়ছে ঢেউ সমুদ্রে আর নদীর দুকূল জুড়ে
পাখিগুলোও দল বেধে কী তবে যাচ্ছে উড়ে
সোহরাওয়ার্দীতে আজ
কার কণ্ঠ থেকে উঠবে সেই আওয়াজ-
একটি দেশ চাই, চাই একটি পতাকা
কিংবা জয়নুল-সুলতানের আঁকা
বলিষ্ঠ সেই গ্রাম-
একজন বঙ্গবন্ধু এসে বলবেন-‘আমাদের মুক্তির সংগ্রাম’
#
৭ মার্চ ২০১৯ / নিউইয়র্ক
অনেক ভালো লিখেছেন
শুভেচ্ছা প্রিয় কবি ইলিয়াস ভাই।
অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
সুন্দর।
শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।