মেঘও রেখে যায় পাশে ভূমিষ্ট ছায়াডোর

মেঘও রেখে যায় পাশে ভূমিষ্ট ছায়াডোর

কয়েকটি বিলাপ গেঁথে গেঁথে মেঘও রেখে যায় তার ভূমিষ্ট ছায়াডোর
পৃথক কোনো স্বার্থ নেই নিমগ্ন মাটিরও,
মেঘ ও মাটি পরস্পরের দেখা পেলে নিমিষেই মিতা হয়ে যায়
সবগুলো মিথ অস্বীকার করে তারা পরে নেয় একই পোশাক।

ভোরের পরিষেবা গ্রহণ করে সেরে উঠে সমগ্র ক্রান্তিকাল থেকে।
নদীরা নিরক্ষর নয়। তাই তারাও পড়তে পারে মেঘমাটির লিখিত
অঙ্গীকার। নিশ্চিত নিদ্রা চোখে নিয়ে যে চাঁদ শুয়েছিল অন্তরের
অগ্নিকোণে, তারও জাগার পালা শুরু হয়।
পালা করে আমরা পাহারা দিয়েছি যে ফালগুনের আভাস,
চেয়ে দেখি তার ঠিক দশগজ দূরে-
রূপসী বাংলা হাতে দাঁড়িয়ে আছেন জীবনানন্দ দাশ।

4 thoughts on “মেঘও রেখে যায় পাশে ভূমিষ্ট ছায়াডোর

  1. কবিতায় শুভেচ্ছা অভিনন্দন প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভদিন।

  2. চমৎকার সুন্দর উপস্থাপনা।

    মুগ্ধতা রেখে গেলাম।

  3. কবিতাটি পড়লাম কবি ইলিয়াস ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।