ভেজাল!

ভেজাল!

ফলে ভেজাল মাছে ভেজাল
ভেজাল হয় যে সবজিতে,
দুধে ভেজাল; ঘি তে ভেজাল–
ভেজাল আড়তদারের ঐ গদিতে!

হাসপাতালে ভেজাল, ক্লিনিকে ভেজাল
ভেজাল হয় যে চিকিৎসায়,
ডাক্তার ভেজাল; নার্স ভেজাল–
ভেজাল ঔষধের ঐ ব্যবসায়!

ভক্তিতে ভেজাল চুক্তিতে ভেজাল
ভেজাল হয় যে পরামর্শে,
শিষ্য ভেজাল; গুরু ভেজাল–
ভেজাল ঐ চরিত্র আদর্শে!

ক্ষমতায় ভেজাল শাসনে ভেজাল
ভেজাল দেশের রাজনীতিতে,
নেতা ভেজাল; ভোটে ভেজাল–
ভেজাল হয় ঐ ইসিতে!

স্কুলে ভেজাল মাদ্রাসায় ভেজাল
ভেজাল দেশের বিশ্ববিদ্যালয়ে,
শিক্ষক ভেজাল; প্রশ্নপত্রে ভেজাল–
ভেজাল হয় ঐ শিক্ষামন্ত্রণালয়ে!

প্রেমে ভেজাল পিরিতে ভেজাল
ভেজাল হয় বিয়ে শাদিতে,
ছেলে ভেজাল; মেয়ে ভেজাল–
ভেজাল যৌতুকের ঐ দাবিতে!

শহরে ভেজাল গ্রামে ভেজাল
ভেজাল দেশের নদীনালায়,
অলিতে ভেজাল; গলিতে ভেজাল–
ভেজাল ঐ ময়লা অাবর্জনায়।

ইটে ভেজাল বালুতে ভেজাল
ভেজাল হয় যে কাজে,
সিমেন্টে ভেজাল; রডে ভেজাল–
ভেজাল ঐ কন্ট্রাক্টরের মাঝে!

রাস্তায় ভেজাল ঘাটে ভেজাল
ভেজাল হয় যে বিমানবন্দরে,
নিরাপত্তায় ভেজাল; চেকে ভেজাল–
ভেজাল ঐ অফিসারদের অন্তরে!

আয়ুতে ভেজাল বায়ুতে ভেজাল
ভেজাল হয় যে পরিবেশে,
নিশ্বাসে ভেজাল; বিশ্বাসে ভেজাল–
ভেজাল ঐ আকাশে বাতাসে!

ভেজাল ভেজাল সবই ভেজাল
ভেজাল হয় খোদ জন্মের,
প্রথমে ভেজাল; শেষে ভেজাল–
ভেজাল সকল ঐ কর্মের!

নিতাই বাবু সম্পর্কে

নিতাই বাবু ২০১৫ সালে তিনি শখের বশে একটা ব্লগে রেজিষ্ট্রেশন করে লেখালেখি শুরু করেন।তিনি লিখতেন নারায়ণগঞ্জ শহরের কথা। লিখতেন নগরবাসীর কথা। একসময় ২০১৭ সালে সেই ব্লগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্লগ কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব সাঈদ খোকন সাহেবের হাত থেকে ২০১৬ সালের সেরা লেখক সম্মাননা গ্রহণ করেন। সাথে নগর কথক উপাধিও পেয়ে যান। এরপর সেই ব্লগে লেখালেখির পাশাপাশি ২০১৮ সালের জুলাই মাসে তিনি শব্দনীড় ব্লগে রেজিষ্ট্রেশন করেন। শব্দনীড় ব্লগে উনার প্রথম লেখা "আমি রাত জাগা পাখি" শিরোনামে একটা কবিতা। তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে লেখালেখি পছন্দ করেন এবং নিয়মিত শব্দনীড় ব্লগে লিখে যাচ্ছেন।

8 thoughts on “ভেজাল!

  1. "ক্ষমতায় ভেজাল শাসনে ভেজাল
    ভেজাল দেশের রাজনীতিতে,
    নেতা ভেজাল; ভোটে ভেজাল–
    ভেজাল হয় ঐ ইসিতে!" https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. আমরা জন্মের পর নির্ভেজাল মাতৃদুগ্ধ পান করে, ছোট থেকে বড় হয়ে শুধু ভেজালই করে যাচ্ছি। ভেজাল ছাড়া আমরা কিছুই বুঝি না। দুঃখ শুধু থেকেই যায়! 

      আপনার মূল্যবান মন্তব্যে আমার নগণ্য লেখা সূচিত হয়। আমি চিরকৃতজ্ঞ।

  2. চমৎকার সুন্দর উপস্থাপনা।

    মুগ্ধতা রেখে গেলাম।

    1. আমরা ভেজালের দুনিয়ায় বসবাস করছি। ভেজাল ছাড়া কিছুই বুঝি না। 

      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদের সাথে শুভকামনাও থাকলো ।

  3. ভয়ংকর এই সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করে চলেছি। শব্দে উপস্থাপন করার জন্য ধন্যবাদ কবি দা। 

    1. শ্রদ্ধেয় রিয়া দিদি, আমরা ভেজালের মধ্যেই আছি। ভেজাল ছাড়া কিছুই বুঝি না। আর মাতৃদুগ্ধ ছাড়া নির্ভেজাল বলতে কিছু দেখিও না।

  4. জন্ম থেকে মৃত্যু অব্দি ভেজালের সাথে সহবাস আমাদের। মানুষ হলাম না।

    1. শ্রদ্ধেয় সৌমিত্র দাদা, আমরা ভেজালের মধ্যেই আছি। নিজের মনটাও ভেজালে ভরা!

মন্তব্য প্রধান বন্ধ আছে।