কবিতা আসে না আর-বসে না চৌকাঠে
শুধু কিছু শব্দ এসে চেঁচামেচি করে
ভাব-ভালবাসা নাশা আধুনিক খাটে
কবির শরীর ঘামে অনির্ণীত জ্বরে
বিষয় বিছানো থাকে সারাঘর জুড়ে
ব্যাগভরা অর্থ শুধু স্বৈরসুখ বোনে
বাক্য মরে সাঁকোহীন নদীপথে ঘুরে
কবির হৃদয় পোড়ে জলীয় দহনে
শব্দহীন ঘোরে কবি বসে থাকে একা
কখনও কবিতা এসে দেয় যদি দেখা
শুভেচ্ছা ধন্যবাদ কবি মি. শংকর দেবনাথ।
ধন্যবাদ
পদ্য লিখায় শুভেচ্ছা কবি ভাই।
ধন্যবাদ
চতুর দশপদী কবিতার জয় হোক কবি শংকর দা।
ধন্যবাদ
সুন্দর।
ধন্যবাদ
অভিনন্দন কবি দা।
ধন্যবাদ
অনেক সুন্দর লিখেছেন,,,শুভেচ্ছা জানবেন
ধন্যবাদ