যে পড়ে স্রোতসংবিধান
রীতিতে সিদ্ধি নেই আমার। বিবিধ বন্দনা গাই। একহাতে
স্রোত, অন্যহাতে সমুদ্র নিয়ে খেলে যাই রচনাখেলা। কখনো
চাঁদ বিষয়ক, কখনো চাষী বিষয়ক। বিষয় নির্বাচনে আমি
সবসময়ই আদিম। যদিও হিংস্র নই, তবু ভাঙতে ভালো লাগে
আমার। কলাতন্ত্র, ঢেউবিদ্যা, আঁচড়ের প্রাণ।
যে পড়ে স্রোতসংবিধান
তার সাথে মিতালী খুঁজে
মাঝে মাঝে বিলবোর্ড বাঁধি।
আর পঠনে বসে চেয়ে দেখি তারে, সপ্তঅনাদি।
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই। শুভ দিন।
শুভেচ্ছা নিন কবি দা।
শুভকামনা কবি ফকির ইলিয়াস ভাই।
ধন্যবাদ কবি ইলিয়াস ভাই।