মাছিজীবন

মাছিজীবন

দাঁড়িয়েছিলে। থেমে যাচ্ছ !
তোমাকে থামতেই হবে,
কারণ তুমি মাছি সেজে শুধুই
নিয়েছ মধুঘ্রাণ; –
তাকাওনি মানুষের দিকে
অথচ কথা ছিল ক্রমশ উত্তর-সমুদ্রে
ভিড়াবে সাম্পান।

6 thoughts on “মাছিজীবন

  1. শুভেচ্ছা জানবেন প্রিয় কবি প্রিয় ইলিয়াস ভাই।

মন্তব্য প্রধান বন্ধ আছে।